সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
আজকের শেয়ারবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৩:৪৭ পিএম |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০২টি কো¤পানির ২২ কোটি ৭ লক্ষ ১৪হাজার ৬৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫১২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ৬৫৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৪.১১ পয়েন্ট বেড়ে ৫২২৬.০৫ ডিএস-৩০ মূল্য সূচক ৭.৬৫ পয়েন্ট বেড়ে ১৯২১.১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.১১ পয়েন্ট বেড়ে ১১৭৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর শেয়ার।             

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- এশিয়াটিক ল্যাবঃ, এনআরবি ব্যাংক, আইসিবি, ফাইন ফুডস, জিপি, ড্রাগন সোয়েটার, জেনেক্স ইনফোসিস, রবি এক্সিয়াটা, গোল্ডেন সন্স ও ব্র্যাক ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ড্রাগন সোয়েটার, এস আলম কোল্ড, দেশবন্ধু পলিমার, সাইফ পাওয়ার, ফু-ওয়াং ফুড, বিপিএমএল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এমএল ডাইয়িং, তসরীফা ইন্ডাঃ ও কাশেম ইন্ডাঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- এমারেল্ড অয়েল, ডেফোডিল কম্পিইটারস, বিআইএফসি, প্রাইম ফিন্যান্স, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, প্রাইম টেক্স, স্টান্ডার্ড সিরামিকস, ফার্স্ট জনতা ব্যাংক মি. ফা. ও ইবিএল এনআরনি মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫১২৪৮৮৭৬৫৬.০০






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com