সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
কর্ণফুলীতে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে অপপ্রচারে হুমকি, থানায় জিডি
প্রকাশ: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ৪:০৩ পিএম |

চট্টগ্রামের কর্ণফুলীতে মো. নুরুল আলী (৩৭) নামে এক যুবকের বিরুদ্ধে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে ফেক অ্যাকাউন্টের মাধ্যমে অপপ্রচার ও হুমকি দেওয়ার অভিযােগ উঠেছে।

এ ঘটনায় সোমবার (২ ডিসেম্বর) ভুক্তভোগী ওই যুবক কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন। যার জিডি নং-৭৯। ভুক্তভোগী নুরুল আলী চরপাথরঘাটা ইউনিয়নের (৭ নম্বর ওয়ার্ড) ইছানগর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।

জিডিতে উল্লেখ করা হয়, গতকাল শনিবার (০১ ডিসেম্বর) রাত ১২টার দিকে নুরুল আলী তার নিজস্ব ফেসবুক আইডিতে দেখতে পাই ইংরেজি লেখা Abir Hossen নামে এই আইডি থেকে তার ছবি ব্যবহার করে বিভিন্ন খারাপ ভাষায় লিখে তার বিরুদ্ধে অপ্রচার ছড়িয়ে হুমকি দিয়েছেন।

ভুক্তভোগী নুরুল আলী বলেন, 'আমার বিরুদ্ধে Abir Hossen নামে ফেসবুক আইডি থেকে নানা ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানাে হচ্ছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ এবং ফেসবুক আইডি ব্যবহারকারীকে খুঁজে বের করে আইনিভাবে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।'

এ বিষয় কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, 'ভুক্তভোগী এ বিষয়ে জিডি করেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com