শিরোনাম: |
এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপস ২০২৪
|
থাইল্যান্ডের ব্যাংকক শহরে আজ (মঙ্গলবার) হতে এশিয়ান স্কুল দাবা চ্যাম্পিয়নশিপসের খেলা শুরু হয়েছে। বাংলাদেশ হতে ১৫ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছে। আজ প্রথম ও দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বালিকা অনুর্ধ্ব-১৭ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, বালিকা অনুর্ধ্ব-১৩ গ্রুপে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু, বালিকা অনুর্ধ্ব-৯ গ্রুপে ওয়ারসিয়া হায়দার, বালক অনুর্ধ্ব-১৩ গ্রুপে আয়ান রহমান, বালক অনুর্ধ্ব-৯ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ দুই খেলায় পূর্ণ দুই পয়েন্ট করে অর্জন করে স্ব-স্ব গ্রুপে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। মুহতাদি তাজওয়ার নাশিদ, আবিদ মাহাদি সাদ, মারুফা ফেরদৌসী, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, জান্নাতুল প্রিতী ও সিদরাতুল মুনতাহা দুই খেলায় ১ পয়েন্ট করে পেয়েছেন। এশিয়ার ৩১ টি দেশের পাঁচ শতাধিক খেলোয়াড় এ ইভেন্টে অংশ নিচ্ছে। মিডিয়া কমিটি বাংলাদেশ দাবা ফেডারেশন |