সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে কর্মসংস্থান ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত।
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৫:২৮ পিএম |

বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক এবং Recovery and Advancement of Informal Sector Employment (RAISE): Reintegration of Returning Migrants প্রকল্পের আওতায় ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর সাথে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর ০৪ ডিসেম্বর ২০২৪ তারিখ প্রবাসী কল্যাণ ভবন কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব শোয়াইব আহমাদ খান এর উপস্থিতিতে কর্মসংস্থান ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী  এবং RAISE প্রকল্পের পক্ষে প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব জনাব ড. এ.টি.এম. মাহবুব-উল করিম এ চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময়ে কর্মসংস্থান ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মেহের সুলতানা, মহাব্যবস্থাপক জনাব মাহমুদা ইয়াসমীন, ঋণ ও অগ্রীম বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মো: মশিউর রহমান, কেন্দ্রীয় হিসাব ও তহবিল ব্যবস্থাপনা বিভাগের উপমহাব্যবস্থাপক জনাব মোহাম্মদ জাকির হোসেন, বোর্ড সচিব জনাব মো: ইকবাল হোসেনসহ RAISE প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 







আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com