সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
‘যেখানে কম পাবে সেখান থেকেই পণ্য কিনবে বাংলাদেশ’
প্রকাশ: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪, ৬:৫৫ পিএম |

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘যারা আমাদের প্রতিযোগিতামূলক মূল্যে এবং মানসহ দ্রুত পণ্য সরবরাহ করবে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনবো। সেটা ভারত বা অন্য কোনো দেশও হতে পারে। আমরা ভারত, মায়ানমার এমনকি ভিয়েতনামের সাথেও কথা বলছি, এসব ইস্যুতে রাজনীতি থাকবে না।’


 
বুধবার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দু’টি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য স্বস্তি থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন,‘স্বস্তিদায়ক হবে, খেজুর আমদানির জন্য ইতোমধ্যেই এলসি খোলা হয়েছে এবং আসবে।

অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমদানিতে শুল্ক মওকুফের প্রভাব সম্পর্কে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অনেক পণ্যের ওপর এ ধরনের শুল্ক মওকুফ করেছে।

তিনি বলেন,‘পরিস্থিতি স্থিতিশীল নয়, এমন ধারণার সাথে আমি একমত নই।

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। আমরা আজকে চাল ও মসুর ডালের মতো দু’টি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আগেও আমদানি করেছি।’


অর্থ উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এবং কীভাবে আরো আমদানি করা যায় সে বিষয়েও তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তারা কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি কারণ এই জাতীয় আইটেমও আমদানি করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সমস্ত জিনিসের উপর শুল্ক কমিয়েছি। সুতরাং আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে।’

চলমান ইস্যুগুলো ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ভারতের সাথে বাণিজ্য ও বাণিজ্যিক ইস্যুতে রাজনীতি আসবে না।

বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা নিয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এর দাম কিছুটা বেড়ে যাওয়ায় কিছু সমস্যা রয়েছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com