শিরোনাম: |
জামালপুর সদর-৫ আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদ গ্রেফতার
|
জামালপুরে দুইটি নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার ৪ ডিসেম্বর বিকেলে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জামালপুর সদর আমলী আদালতে নেয়া হলে এই আদেশ দেন আদালতের বিচারক রুমানা আক্তার। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট আনিসুজ্জামান জানান, গত ৩ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ ছাত্র-জনতার একটি মিছিল জামালপুর উচ্চ বিদ্যালয় মোড় অতিক্রম করার সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় ও গুলি করে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় জেলা ছাত্রদলের সহ সভাপতি শাহাদত হোসেন সাগর গত ১ নভেম্বর জামালপুর সদর থানায় |