সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
সরকারী চাকুরির আবেদন ফি প্রত্যাহার করুন: আহমদ শফী আশরাফী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১২:৩১ পিএম |

সরকার তার প্রয়োজনে শিক্ষিত ও দক্ষ জনবল নিয়োগ দিবে। এবং সেটা যাচাই-বাছাইয়ের মাধ্যমে। শিক্ষিত ও দক্ষ বেকার জনগণ দূরদূরান্ত থেকে অংশগ্রহণ করবে তাদেরকে যাতায়াত ভাড়া দিয়ে দেওয়া উচিত। অথচ বেকারদের কাছ থেকে সরকার আবেদন ফি'র নামে অর্থনৈতিক চাপে ফেলে তাদের মনোবলকে ভেঙে দেওয়া হচ্ছে। অবিলম্বে সরকারী চাকুরিতে সকল প্রকার আবেদন ফি প্রত্যাহার করা হোক।

আজ ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি'র ( এনএসবি পার্টি ) কেন্দ্রীয় মহাসচিব এবং নেত্রকোণা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আহমদ শফী আশরাফী উপরোক্ত কথাগুলো বলেন।

জনাব আহমদ শফী আশরাফী আরো বলেন, বেকার জনগোষ্ঠীর সুযোগ- সুবিধার কথা কোন সরকারই ভাবে নাই। অতিরিক্ত আবেদন ফি'র নামে লুটপাট করে গেছে। আবেদন ফি দেওয়ার পর যে সকল চাকুরিপ্রার্থী চাকুরি না হয়, তাদের ফি কি ফিরিয়ে দেওয়া হয়? দরিদ্র ও বেকার জনগোষ্ঠীর সাথে এ কেমন জুলুম। এই অবিচারের শেষ দেখতে চাই।

আহমদ শফী আশরাফী আরো বলেন : বর্তমানে দেশে প্রায় ২৬ লক্ষ বেকার ভাই- বোনের অতি কষ্টে দিন যাপন করছেন, তার উপর আবার চাকুরিতে আবেদন ফি'র নামে এক নিষ্ঠুরতম আচরণ সচেতন গার্ডিয়ানদেরকে ভাবিয়ে তুলেছে। আমি এই বিষয়ে প্রধান উপদেষ্টা এবং সকল মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকতাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি অতিদ্রুত সরকারী চাকুরিতে সকল প্রকার আবেদন ফি প্রত্যাহার করা না হয়, তাহলে ২৬ লক্ষ বেকারদের নিয়ে রাজপথে নামতে বাধ্য হবো।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com