শিরোনাম: |
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
|
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক খান মো: মাসকোয়াত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত ৮ নভেম্বর ঘোষণা করা হয় আংশিক কমিটি। ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু। কমিটির উপদেষ্টা হিসেবে পাঁচজনকে রাখা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক ট্যুরিস্ট পুলিশের সাভার-আশুলিয়া জোনের পরিদর্শক মনিরুল হক ডাবলু। এছাড়া সংগঠনের সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান, ডিএমপির পরিদর্শক সোহেল কুদ্দুস, মৌলভীবাজার সিআইডির এ এস এম সানোয়ার হোসেন ভূঁইয়া, কদমতলী থানার ওসি মাহমুদুল রহমান এবং ডিবির পরিদর্শক ইমাউল হক। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন সবুজবাগ থানার ওসি ইয়াছিন আলী, যুগ্ম-সম্পাদক হিসেবে রয়েছেন কলাবাগান থানার ওসি মো: মোক্তারুজ্জামান, মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানউল্লাহ, চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর (পলাশ), মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, র্যাব সদর দফতরের পরিদর্শক (যানবাহন) মো: আশিকুর রহমান। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো: সালউদ্দিন, দফতর সম্পাদক এসবির পরিদর্শক খান মো: মাসকোয়াত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো: মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নৌ-পুলিশের পরিদর্শক মো: এমরান মাহমুদ তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিবির পরিদর্শক মো: হাসান আলী, সমাজকল্যাণ সম্পাদক ডিএমপি সদর দফতরের পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান, তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক এসবির পরিদর্শক এরশাদ হোসেন, ক্রীড়া সম্পাদক ডিএমপির পরিদর্শক মোস্তাফিজুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক এসবির পরিদর্শক শাহজাদী কুঞ্জেনুর কলি, আইনবিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো: আসাদুজ্জামান। এছাড়া ডিএমপির আরওআই মো: রাজ্জাকুল ইসলাম, ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মো: মাসুম খান, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক এস এম জায়িদ আরিফ, বাংলাদেশ সচিবালয়ের পরিদর্শক মো: আব্দুল কাদের, ডিএমপির এসআই মীর সাব্বির আলী, ডিএমপির সার্জেন্ট মো: কৌশিক মাহমুদ, ডিএমপির এএসআই মোসা. আলেয়া বেগম, পুলিশ সদর দফতরের রুবেল সরকার কমিটির নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন। কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে পুলিশ পরিদর্শক (অব.) মো: মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো: মোজাম্মেল হক, খিলগাঁও থানার ওসি মো: দাউদ হোসেন, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো: মেহেদী হাসান এবং ডিমএপি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসের (আএডি) পরিদর্শক জাহাঙ্গীর আলম।
|