সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১:৪৯ পিএম |

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক খান মো: মাসকোয়াত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে গত ৮ নভেম্বর ঘোষণা করা হয় আংশিক কমিটি।


৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু। কমিটির উপদেষ্টা হিসেবে পাঁচজনকে রাখা হয়েছে।

পূর্ণাঙ্গ কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক ট্যুরিস্ট পুলিশের সাভার-আশুলিয়া জোনের পরিদর্শক মনিরুল হক ডাবলু।


এছাড়া সংগঠনের সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান, ডিএমপির পরিদর্শক সোহেল কুদ্দুস, মৌলভীবাজার সিআইডির এ এস এম সানোয়ার হোসেন ভূঁইয়া, কদমতলী থানার ওসি মাহমুদুল রহমান এবং ডিবির পরিদর্শক ইমাউল হক।

এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন সবুজবাগ থানার ওসি ইয়াছিন আলী, যুগ্ম-সম্পাদক হিসেবে রয়েছেন কলাবাগান থানার ওসি মো: মোক্তারুজ্জামান, মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানউল্লাহ, চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো: নাজমুন নুর (পলাশ), মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, র‍্যাব সদর দফতরের পরিদর্শক (যানবাহন) মো: আশিকুর রহমান।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো: সালউদ্দিন, দফতর সম্পাদক এসবির পরিদর্শক খান মো: মাসকোয়াত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো: মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক নৌ-পুলিশের পরিদর্শক মো: এমরান মাহমুদ তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিবির পরিদর্শক মো: হাসান আলী, সমাজকল্যাণ সম্পাদক ডিএমপি সদর দফতরের পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান, তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক এসবির পরিদর্শক এরশাদ হোসেন, ক্রীড়া সম্পাদক ডিএমপির পরিদর্শক মোস্তাফিজুর রহমান, মহিলাবিষয়ক সম্পাদক এসবির পরিদর্শক শাহজাদী কুঞ্জেনুর কলি, আইনবিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো: আসাদুজ্জামান।

এছাড়া ডিএমপির আরওআই মো: রাজ্জাকুল ইসলাম, ঝিনাইদহের শৈলকুপা থানার ওসি মো: মাসুম খান, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক এস এম জায়িদ আরিফ, বাংলাদেশ সচিবালয়ের পরিদর্শক মো: আব্দুল কাদের, ডিএমপির এসআই মীর সাব্বির আলী, ডিএমপির সার্জেন্ট মো: কৌশিক মাহমুদ, ডিএমপির এএসআই মোসা. আলেয়া বেগম, পুলিশ সদর দফতরের রুবেল সরকার কমিটির নির্বাহী সদস্য মনোনীত হয়েছেন।


কমিটির উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে পুলিশ পরিদর্শক (অব.) মো: মাহববুর রহমান, ডিবির পুলিশ পরিদর্শক মো: মোজাম্মেল হক, খিলগাঁও থানার ওসি মো: দাউদ হোসেন, ডিএমপির পিআর অ্যান্ড এইচআরডির পুলিশ পরিদর্শক মো: মেহেদী হাসান এবং ডিমএপি ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিসের (আএডি) পরিদর্শক জাহাঙ্গীর আলম।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com