শিরোনাম: |
সকল ক্ষেত্রে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহবান ইউজিসি সদস্যের
|
![]() আজ (০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার) ইউজিসি প্রাঙ্গণে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শপথবাক্য পাঠ কর্মসূচির আয়োজন করার নির্দেশনা দিয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন শপথ বাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে ইউজিসি’র সচিব, বিভিন্ন বিভাগের পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীগণ কোনোভাবেই নারী ও শিশু নির্যাতন না করা; নারী ও শিশু নির্যাতনে সহযোগিতা না করা; নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা এবং নির্যাতিত নারী ও শিশুদের সহেযোগিতা করার শপথ বাক্য পাঠ করেন। অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ। তিনি আচরণ, ভাবভঙ্গি ও শব্দচয়নে কোনভাবেই যেন নারীর প্রতি অসম্মান প্রদর্শিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি আহবান জানান। তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবব্ধ। দেশের উচ্চশিক্ষাখাতের তদারকি প্রতিষ্ঠান হিসেবে ইউজিসিও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। |