সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
সকল ক্ষেত্রে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহবান ইউজিসি সদস্যের
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১:৫৪ পিএম |

পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত ও যানবাহনসহ সকল ক্ষেত্রে নারীর প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহবান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি অফিসে সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে নারী সহকর্মীদের প্রতি সম্মান প্রদর্শনসহ সকলের প্রতি সহমর্মিতার মনোভাব নিশ্চিত করতে ইউজিসি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করেন। 


আজ (০৫ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার) ইউজিসি প্রাঙ্গণে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ শপথবাক্য পাঠ কর্মসূচির আয়োজন করার নির্দেশনা দিয়েছে। অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন শপথ বাক্য পাঠ অনুষ্ঠান পরিচালনা করেন।   


অনুষ্ঠানে ইউজিসি’র সচিব, বিভিন্ন বিভাগের পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীগণ কোনোভাবেই নারী ও শিশু নির্যাতন না করা; নারী ও শিশু নির্যাতনে সহযোগিতা না করা; নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করা এবং নির্যাতিত নারী ও শিশুদের সহেযোগিতা করার শপথ বাক্য পাঠ করেন।    


 অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার বলেন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় নারীর প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন খুবই গুরুত্বপূর্ণ। তিনি আচরণ, ভাবভঙ্গি ও শব্দচয়নে কোনভাবেই যেন নারীর প্রতি অসম্মান প্রদর্শিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকতে সকলের প্রতি আহবান জানান। 


তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবব্ধ। দেশের উচ্চশিক্ষাখাতের তদারকি প্রতিষ্ঠান হিসেবে ইউজিসিও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর। তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলকে সোচ্চার হওয়ার আহবান জানান। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com