সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
আজকের শেয়ারবাজার
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ৭:৫২ পিএম |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৮টি কো¤পানির ১৪ কোটি ১১ লক্ষ ৪ হাজার ৪৩৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৩৫ কোটি ১৮ লাখ ৩৭ হাজার ২৩৯টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৪১.৫৫ পয়েন্ট কমে ৫১৯৬.৮২ ডিএস-৩০ মূল্য সূচক ১৫.৯৬ পয়েন্ট কমে ১৯১১.৯২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.২৮ পয়েন্ট কমে ১১৬৩.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৩০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টি কোম্পানীর শেয়ার।             

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, ড্রাগন সোয়েটার, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেম, আরডি ফুড, জেনেক্স ইনফোসিস, ব্র্যাক ব্যাংক, এমারেল্ড অয়েল, ওরিয়ন ফার্মা ও নিউ লাইন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- স্টাইল ক্র্যাফট, মুন্নু সিরামিকস, ড্রাগন সোয়েটার, ওরিয়ন ইনফিউশন, ডমিনেজ স্টিল, ইবিএল ফার্স্ট মি. ফা., এইচআর টেক্স, মেঘনা সিমেন্ট, রিলায়েন্স ইন্সুঃ মি. ফা. ও সিনোবাংলা ইন্ডাঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- নিউ লাইন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., পপুলার লাইফ ফার্স্ট মি. ফা., গ্রামীণ ওয়ান স্কীম-২, এবিবি ফার্স্ট মি. ফা., এফবিএফ ইনকাম ফান্ড, আইএফআইসি ফার্স্ট মি. ফা., ফার্স্ট ফাইন্যান্স লিঃ, গ্রীণ ডেল্টা মি. ফা ও এলআর গেøাবাল ফার্স্ট মি. ফা.।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬৩৭০৪৯৭৬৪৯৬০.০০






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com