শিরোনাম: |
বিভাগ না দিয়ে হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন : জামায়াত আমির
|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কুমিল্লা নামে বিভাগ না দিয়ে শেখ হাসিনা কুমিল্লাবাসীকে অপমানিত করেছেন। কুমিল্লায় বিভাগ ও বিমান বন্দর চালুকরণ কুমিল্লাবাসীর একটি যৌক্তিক দাবি।’ শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুমিল্লা টাউন হল মাঠে ১৯ বছর পর অনুষ্ঠিত কুমিল্লা মহানগর আয়োজিত জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ‘কুমিল্লা অঞ্চল আমাজন থেকে আসেনি। কুমিল্লা বাংলাদেশেরই অন্যতম একটি জেলা। বাবার খুনির এলাকা কুমিল্লা নামে বিভাগ না দিয়ে একটি জেলার মানুষকে বারবার অপমানিত করেছেন শেখ হাসিনা। কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ হওয়া উচিত।’ তিনি বলেন, ‘আমরা একটি বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গঠন করতে চাই। সম্প্রতি ভারতের হলুদ মিডিয়া বাংলাদেশ বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। এসব সংবাদের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। চরমপন্থীদের হাতে নৃশংসভাবে খুন হন আইনজীবী সাইফুল ইসলাম। এই খুনের সুষ্ঠু বিচার চাই। আমরা আইন নিজের হাতে তুলে নেব না।’ সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাছুম মিয়ার বাবা মুহাম্মদ শাহীর মিয়া। উদ্বোধনী বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির ও সম্মেলনের সভাপতি কাজী দ্বীন মোহাম্মদ। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো: মোবারক হোসাইন ও মুহাম্মদ আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভেকেট জসীম উদ্দিন সরকার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মো: আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো: শাহাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটাটারি মাওলানা ইয়াছিন আরাফাত, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. মোবারক হোসাইন, কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মুহাম্মদ মোছলেহ উদ্দিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সৈয়দ সরোয়ার উদ্দিন সিদ্দিকী, উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, অ্যাডভোকেট নাছির আহাম্মদ মোল্লা ও মেশাররফ হেসাইন ,ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী। সম্মেলন পরিচালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান। সম্মেলনে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতী আবদুল হান্নান, লক্ষ্মীপুর জেলা আমির রুহুল আমিন, ইবনে তাইমিয়া কলেজের অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, নোয়াখালী জেলা সাবেক আমির মাওলানা আলাউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুফতি আমিনুল ইসলাম, নাগাইশ দরবারের পীর মোস্তাক ফয়েজী, অধ্যক্ষ ড. হিফজুর রহমান। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ড. ক্বারী আবরার আহমদ।
|