সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে নিতে হিট প্রকল্প সহায়ক হবে: ইউজিসি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৫:০৪ পিএম |

দেশের বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা খাতকে এগিয়ে নিতে ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এক হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গবেষণার মানোন্নয়নে এবং আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে কাঙ্ক্ষিত স্থান অর্জনে গবেষণা খাতের এই বরাদ্দ কার্যকর ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও গবেষকবৃন্দ।  বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড এর সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়ন কৌশল’ শীর্ষক এক কর্মশালায় তারা এসব কথা বলেন।  

হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান- এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। এছাড়া, অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. রেজাউল করিম, পিএসসির সদস্য প্রফেসর ড. এম সোহেল রহমান, ইম্প্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রফেসর ড. মো. আমিনুল হক আকন্দ, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি আসহাবুর রহমান এবং ইউজিসি’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন। 

বিশেষ অতিথি বক্তব্যে প্রফেসর সাইদুর রহমান বলেন, অনেক সময় গবেষণার বিষয় ভালো হলেও সঠিকভাবে প্রকল্প প্রস্তাব না লেখার কারণে তা গবেষণা বরাদ্দের জন্য বিবেচিত হয় না। তিনি প্রকল্প প্রস্তাবে গবেষণার লক্ষ্য ও উদ্দেশ্যসহ নির্ধারিত অন্যান্য বিষয়সমূহ নির্ভুলভাবে তুলে ধরার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। এই কর্মশালা সঠিকভাবে প্রকল্প প্রস্তাব প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রফেসর আসাদুজ্জামান বলেন, হিট প্রকল্পের সবচেয়ে বড় কম্পোনেন্ট হচ্ছে একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)। এর আওতায় গবেষণা পরিচালনার জন্য প্রায় এক হাজার দুইশো কোটি টাকা বরাদ্দ রয়েছে। দেশের মানুষের কল্যাণ হয় এমন সব গবেষণা প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিযোগিতার ভিত্তিতে প্রকল্প প্রস্তাব আহ্বানের উদ্যোগ নেয়া হচ্ছে। এই উদ্যোগ দেশের গবেষণা ও উদ্ভাবন খাতে বড় পরিবর্তন নিয়ে আসবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের জনসাধারণ ব্যাপক সুফল ভোগ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

হিট প্রকল্পের কনসালটেন্ট প্রফেসর ড. মোজাহার আলী কর্মশালায় একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড এর আওতায় সাব-প্রজেক্ট প্রপোজাল প্রণয়নের কলাকৌশল তুলে ধরেন।

উল্লেখ্য, পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা, যার মধ্যে বাংলাদেশ সরকার ৫০ দশমিক ৯৬ শতাংশ এবং বিশ্ব ব্যাংক ৪৯ দশমিক ৪ শতাংশ অর্থায়ন করবে।

কর্মশালায় দেশের বিভন্ন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক, প্রকল্প বাস্তবায়নের সাথে যুক্ত শিক্ষক ও গবেষক, ইউজিসি, বিশ্ব ব্যাংক ও হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com