সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ৭:০৯ পিএম |

বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুততম সময়ে শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দেশের মানুষ যে ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে তা ফিরিয়ে আনতে হবে। আমরা চাই জনগণ যেন ভোটের অধিকার ফিরে পায়।’



বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা অডিটরিয়ামে আয়োজিত মঈন খানের বাবা সাবেক খাদ্য মন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মোমেন খানের ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন।


এ সময় মঈন খান বলেন, ‘বিএনপি জনগণের জন্য রাজনীতি করে তাই জনগণের ভোটে তারা বিশ্বাস করে। জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে সত্যিকারের জনপ্রতিনিধি হবে। আগামিতে যেন দিনের ভোট রাতে না হয়। কোনো ডামি এমপি যেন সংসদে আসতে না পারে এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’


এর আগে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পোস্ট-ডক্টরাল গবেষক ও মঈন খানের মেয়ে ড. মাহরীন খান। মঈন খানের স্ত্রী এবং মিলিনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন রোকসানা খন্দকারের সভাপতিত্বে স্মরণ সভায় পলাশ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com