সোমবার ১৩ জানুয়ারি ২০২৫ ৩০ পৌষ ১৪৩১
শিরোনাম: দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুট ঘন কুয়াশায় বন্ধ       কবি এ কে সরকার শাওনের প্রথম উপন্যাস "অতল জলে জলাঞ্জলি" প্রকাশিত       বাংলাদেশে শিল্প কারখানা স্থানান্তরের জন্য তুরস্কের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার       কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা প্রকাশ       পুঁজিবাজারের বিগত ১৫ বছরের অনিয়ম অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের দাবি       কী হয়েছিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে       ঢাকা-আরিচা মহাসড়কে ৩ গাড়িতে আগুন, নিহত ৪      
দখলদার ইসরাইয়েলি হামলায় গাজায় ফের নিহত ৬৬
প্রকাশ: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১১:০৯ এএম |

দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫০ জন। এ নিয়ে বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন।

এ বিষয়ে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ১৪ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বর হামলায় কমপক্ষে ৪৪ হাজার ৮৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা ও রয়টার্সের।

স্থানীয় চিকিৎসাকর্মীরা জানিয়েছেন, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি পোস্ট অফিসে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি হামলার জেরে উদ্বাস্তু হওয়া পরিবারগুলো ওই পোস্ট অফিসে আশ্রয় নিয়েছিল। হামলায় পাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ হামলার বিষয়ে জানতে চাইলে ইসরায়েলি বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।


গাজার সরকারি গণমাধ্যম বৃহস্পতিবারের হামলাকে ‘বর্বর ও জঘন্য গণহত্যা’ বলে অভিহিত করেছে। নিহতদের বেশির ভাগই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে তারা। ঘটনাস্থল থেকে তোলা ছবিতে দেখা যায়, একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে ধুলা ও রক্তে লেপ্টে আছে ছোট বাচ্চারা।

হামাস ও গাজায় কর্মরত চিকিৎসাকর্মীরা জানান, নিহত ব্যক্তিরা মানবিক সহায়তার ট্রাকগুলো পাহারা দেওয়ার কাজে সম্পৃক্ত ছিলেন। তবে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, নিহত ব্যক্তিরা হামাসের যোদ্ধা ছিলেন। মানবিক সহায়তা সরবরাহে লুটের চেষ্টা করছিলেন তারা।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com