রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না: ''স্বরাষ্ট্র সচিব''      সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      
জলঢাকায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ৭:৫৫ পিএম |

"নারী অধিকার ও অংশগ্রহণমূলক সুশাসন শক্তিশালী করণে তরুণ সমাজ’ শীর্ষক (যুক্ত) প্রকল্পের আওতায় নীলফামারীর জলঢাকা উপজেলায় স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে নাগরিক সমাজ সংগঠন সিএসও প্রতিনিধিদের ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৮ মে) সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা সিএসও এর সভাপতি মর্তুজা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে কৃষি বিভাগের বিভিন্ন সেবা নিয়ে সংলাপে প্রশ্নের উত্তর দেন উপজেলা কৃষি অফিসার সুমন আহমেদ। এছাড়াও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও কার্যক্রমের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন।  

এসময় উপস্থিত ছিলেন (যুক্ত প্রকল্প) নেটজ বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, প্ল্যানিং এন্ড প্রোগ্রাম অফিসার অসীম সাহা, সহ-সভাপতি শাহজাহান মিয়া,সাংবাদিক বিধান চন্দ্র রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর গৌরব কুমার দাস, নিহার রঞ্জন ভট্টাচার্য, স্কুল ফ্যাসিলিটেটর অনিতা রানী রায়, সমাজকর্মী সোনা মিয়া প্রমূখ। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন যুক্ত প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াসিন আলী। এসময় সংলাপে উপজেলার কৃষি বিষয়ক প্রণোদনা, যান্ত্রিকীকরণ, সহায়তা, প্রশিক্ষণ, যুবদের কর্ম দক্ষতা বৃদ্ধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 

নেটজ্ বাংলাদেশ ও বিএমজেড এর সহযোগিতায় মানব কল্যাণ পরিষদ (এমকেপি) এর আয়োজনে সংলাপে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সিএসও কমিটির ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com