সোমবার ২৮ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
শিরোনাম: প্রত্যাহারের জন্য সুপারিশকৃত রাজনৈতিক মামলার তালিকা প্রকাশের সিদ্ধান্ত      সাবেক বিচারপতি খায়রুল হকের কঠোর বিচার নিশ্চিত করতে হবে - কায়সার কামাল      ঢাকার সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করতে আগ্রহী ইসলামাবাদ      দ্রুতই জুলাই সনদ তৈরি হবে - আলী রীয়াজ      রোমে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে ''উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক''      সংস্কারের পক্ষে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হবে - ফয়জুল করীম      স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয় করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নে দাবি ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ      
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে উৎস বাংলাদেশের বিশেষ সঙ্গীতায়োজন 'উৎস সন্ধ্যা ২০২৪
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৬:১৭ পিএম |

 প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে তহবিল সংগ্রহের লক্ষ্যে 'উৎস সন্ধ্যা ২০২৪' শীর্ষক এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে কমিউনিটি-ভিত্তিক স্বনামধন্য উন্নয়ন সংস্থা উৎস বাংলাদেশ। সমাজের পিছিয়ে পড়া শিশু- কিশোরদের মৌলিক চাহিদা প‚রণ নিশ্চিতসহ শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয়তা প‚রণে সহায়ক ভ‚মিকা রাখার মাধ্যমে তাদের জীবনযাত্রার সার্বিক উন্নয়নে গত তিন দশক ধরে একাগ্রে কাজ করে যাচ্ছে উৎস বাংলাদেশ। উৎস সন্ধ্যা ২০২৪-এর আয়োজনে অংশ নিয়ে ইতিবাচক এ উদ্যোগের অংশ হতে পারেন আপনিও!
আগামী ২৫ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে (সাউথ বøক, লেভেল বি-১) অনুষ্ঠিত হবে 'উৎস সন্ধ্যা ২০২৪।' উপস্থিত দর্শক ও ভক্তদের মন মাতাতে এ আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন সময়ের জনপ্রিয় শিল্পী ঋতুরাজ, নন্দিতা ও মাশা ইসলাম। আয়োজনের মাধ্যমে সংগৃহীত অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ব্যয় করা হবে। এর মাধ্যমে দর্শকরা এক চমৎকার সঙ্গীত সন্ধ্যা উপভোগের পাশাপাশি একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নেও ভ‚মিকা রাখতে পারবেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com