শিরোনাম: |
সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের কল্যাণে উৎস বাংলাদেশের বিশেষ সঙ্গীতায়োজন 'উৎস সন্ধ্যা ২০২৪
|
আগামী ২৫ অক্টোবর রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্সে (সাউথ বøক, লেভেল বি-১) অনুষ্ঠিত হবে 'উৎস সন্ধ্যা ২০২৪।' উপস্থিত দর্শক ও ভক্তদের মন মাতাতে এ আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন সময়ের জনপ্রিয় শিল্পী ঋতুরাজ, নন্দিতা ও মাশা ইসলাম। আয়োজনের মাধ্যমে সংগৃহীত অর্থ উৎস বাংলাদেশের পরিচর্যায় থাকা শিশু-কিশোরদের কল্যাণে ব্যয় করা হবে। এর মাধ্যমে দর্শকরা এক চমৎকার সঙ্গীত সন্ধ্যা উপভোগের পাশাপাশি একটি মহৎ উদ্দেশ্য বাস্তবায়নেও ভ‚মিকা রাখতে পারবেন। |