শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৬ মাঘ ১৪৩১
শিরোনাম: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক       বিমান হারিয়ে গেল যুক্তরাষ্ট্রের আকাশে      একুশে বইমেলায় পরিচালক ওয়ালিদ আহমেদের দুটি বই       আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিকে পুঙ্গ করে রেখেছিল -ড. শফিকুল ইসলাম মাসুদ       চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন : ড. ইউনূস      পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা শফিকুর রহমান      বেসিক ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি গ্রেফতার       
ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার পেঁয়াজ বীজ সরবরাহ
প্রকাশ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৬:৪৮ পিএম |

চলতি মৌসুমে প্রণোদনার পেঁয়াজ বীজের অঙ্কুরোদগমজনিত সমস্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে বিদেশ থেকে এনে বীজ সরবরাহ করা হয়েছে।


 
সোমবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


জানা গেছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ফরিদপুরে পাঁচ হাজার ২০০ জন, মাদারীপুরে ৫২৭ জন, রাজবাড়ীতে তিন হাজার ৭২৫ জন, গোপালগঞ্জে ৪২০ জন এবং পাবনায় ছয় হাজার জন।

আরো জানা গেছে, পাবনা জেলা ছাড়া প্রণোদনার এ পেঁয়াজ বীজ সরবরাহ করেছে বেসরকারি কোম্পনির লাল তীর সীড। আমেরিকা থেকে এ জাতের বীজ আমদানি করা হয়।

কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমে ক্ষতিগ্রস্ত চার জেলায় (ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ) মোট নয় হাজার ৮৭২ জন কৃষককে বিদেশ থেকে বীজ সংগ্রহ করে নষ্ট বীজের পরিবর্তে নতুন করে বীজ সরবরাহ করা হয়েছে।

এছাড়াও অপর ক্ষতিগ্রস্ত জেলা পাবনায় ছয় হাজার জন ক্ষতিগ্রস্ত কৃষককে স্থানীয়ভাবে নষ্ট বীজের পরিবর্তে নতুন বীজ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য যে, প্রণোদনার পেঁয়াজ বীজ অঙ্কুরোদগমন না হওয়ায় কয়েকটি জেলায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। এ নিয়ে দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশিত হয়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com