শিরোনাম: |
তাপমাত্রা আরও কমেছে : কুড়িগ্রাম
|
আজ সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয়রা জানান, দিনের বেলা সূর্যের উত্তাপ না থাকায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা ঢাকা থাকে পথ-ঘাট ও প্রকৃতি। এ সময় হিমেল বাতাসে তীব্র ঠান্ডা অনুভূত হয়। কনকনে ঠান্ডায় ভোগান্তিতে পড়েছে অতি দরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও বিভিন্ন পেশার শ্রমজীবীরা। কুয়াশার ঘনত্ব বেশি হওয়ায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তীব্র ঠান্ডায় অতি দরিদ্র মানুষগুলো খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে শীতে কষ্টে পড়েছে মানুষের পাশাপাশি গৃহপালিত পশুপাখি। আবহাওয়া পরিবর্তনের কারণে হাসপাতালগুলোতে বৃদ্ধি পাচ্ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু, মহিলা ও বয়স্কদের সংখ্যাই বেশি। তাদের দুর্ভোগ চরমে।
|