রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
বাসায় লন্ড্রির মতো জামাকাপড় আয়রন করার সহজ উপায়
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ১:১৬ পিএম |

অফিসে হোক বা বিয়ে বাড়ি কিংবা বন্ধুদের সঙ্গে কোনো পার্টিতে—পোশাক একটা গুরুত্বপূর্ণ বিষয়। পরিপাটি পোশাক না পরলে সমাজে তাল মিলিয়ে চলাটা একটু কঠিন। এটি রুচিরও পরিচয় বহন করে। 

 
এছাড়া, ভালো করে ইস্ত্রি করা পোশাক আত্মবিশ্বাসও বাড়ায় অনেকখানি। বর্তমান সময়ে অনেক পরিবারেই দেখা যায়, নিজেরাই বাড়িতে কাপড় ইস্ত্রি করেন।

আজকাল নানা সংস্থার উন্নত মানের স্টিম আয়রনও বেশ জনপ্রিয়। কুঁচকানো শার্টগুলোও খুব সহজেই ইস্ত্রি করে ফেলা যায় এর সাহায্যে। তবে, সবাই জানেন না ঠিক কীভাবে এটি ব্যবহার করতে হয়। কিছু কথা মাথায় রাখলে একেবারে লন্ড্রির মতো পরিপাটি জামা কাপড় পাওয়া যেতে পারে নিমেষে। দেখে নেওয়া যাক কিছু জরুরি বিষয়—

১. প্রথমেই দেখে নিতে হবে, যে কাপড়টি ইস্ত্রি করতে যাচ্ছেন তার মান কেমন। অর্থাৎ সেটি সুতি না লিনেন, সিল্ক না সিন্থেটিক নাকি উল। কাপড়ের ধরন অনুযায়ী আয়রন প্রেসের তাপমাত্রা সেট করতে হবে। এরপরে, প্লেট গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সাধারণত এ ধরনের ইস্ত্রিতে ইন্ডিকেটর থাকা। পরিমাণ মতো গরম হয়ে গেলেই ইন্ডিকেটর বন্ধ হয়ে যাবে।


২. এবার একটি শক্ত জায়গায় জামা বা কাপড়টি বিছিয়ে দিতে হবে। তার উপর পেতে নিতে হবে একটি সুতির কাপড়। কভার ছাড়া ইস্ত্রি করলে টেবিল বা বোর্ডের ক্ষতি হতে পারে। এমনকি যে কাপড়টি ইস্ত্রি করা হচ্ছে তারও ক্ষতি হতে পারে।

৩. খুব বেশি কুঁচকানো কাপড় বা মোটা কাপড় ইস্ত্রি করার সময় স্টিম অপশন বেছে নেওয়াই ভালো। কোনো কোনো ইস্ত্রিতে নিজে থেকেই মাঝে মধ্যে বাষ্প বেরিয়ে কাপড়ে ছড়িয়ে পড়ে। আবার কোনো কোনো ক্ষেত্রে ম্যানুয়ালি বোতাম টিপে বাষ্প ছড়িয়ে নিতে হয়।

৪. ইস্ত্রি করার জন্য সব সময় বিশুদ্ধ পানি ব্যবহার করাই ভালো। অধিক আয়রন বা অন্য খনিজযুক্ত পানির দাগ কাপড়ের গায়েও বসে যেতে পারে। তাছাড়া এই পানি ইস্ত্রিটিরও ক্ষতি করতে পারে। এমনকি বাষ্প বেরোনর ছিদ্রও বন্ধ করে দিতে পারে।

৫. মনে রাখতে হবে, স্টিম আয়রনের ক্ষেত্রে পানির ট্যাঙ্কের মুখ যেন ভালোভাবে বন্ধ করা যায়। না হলে অতিরিক্ত পানি পড়ে কাপড় ভিজে যেতে পারে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com