রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
দেবদাস সেজে ফেসবুকে স্ট্যাটাস দেন অথচ ভালোবাসি বললেও বোঝেন না
প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৪:৩২ পিএম |

ভালোবাসা দিবস উপলক্ষে মনের বাক্সে জমা হয়েছে পাঠকের ভালোবাসার নানা রকম গল্প। প্রেমিককে দেবীর আসনে বসাতে চান এক প্রেমিক। আরেকজন ভালোবাসা নিয়ে জানালেন গভীর দর্শন, এক নব্য প্রেমিকের ভালোবাসার মানুষটিকে ঘিরে করা পরিকল্পনা কীভাবে বদলে গেল ছুটির কারণে সেসবই আছে এখানে আইরিন নাহার, অনেক দিন আগে এই মনের বাক্সেই বন্ধু হওয়ার প্রস্তাব দিয়েছিলাম। আর এখন তুমি আমার প্রিয় মানুষ। ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন, আর ঠিক সেদিনই তোমার জন্মদিন। দিনটি ঘিরে আমার কিছু পরিকল্পনা ছিল। অনেক কিছুই ভেবে রেখেছিলাম। অথচ নির্বাচনের কারণে তুমিও বাড়িতে গেলে, আমিও আমার বাড়ি। কখনো কাউকে নিয়ে এমন বিশেষ দিনের পরিকল্পনা আগে করিনি, অথচ সেটাই ভেস্তে গেল। দুই দিকে চলে গেলেও মন পড়ে আছে ওই পঁচাত্তরের ক্যাম্পাসে। মাত্র কয়েক দিনের ব্যবধানেই মনে হলো কতকাল তোমাকে দেখিনি। দেরি করো না, দ্রুত চলে এসো। অপেক্ষায় হাত বাড়িয়ে আছি। আর তোমার জন্য যে পরিকল্পনা করেছিলাম, সেটা নাহয় পরে কখনো পুষিয়ে দেব। 

সে যেন দেবদাস
ভালোবাসার ঝিনুক খুঁজতে দুঃখের সমুদ্রে ডুব দেয় কেউ। কেউ আবার এক সমুদ্র ভালোবাসা নিয়ে বসে থাকলেও সেদিকে কারও চোখ যায় না। মানুষ বড় অদ্ভুত। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, নিজের ঘরের খাবারের প্রশংসা করি না। কেউ আপনাকে তার পৃথিবী ভাবলেও আপনি তাকে ধুলাবালুর মতো উড়িয়ে দেন। অথচ সারা দিন বলে বেড়ান আমাকে কেউ ভালোবাসে না। সারা দিন দেবদাস হয়ে ঘুরে বেড়াবেন আর খুবই দুঃখের স্ট্যাটাস দেবেন। কমেন্টে সবাই লাভ, কেয়ার আর স্যাড ইমোতে ভরিয়ে দেবে। অথচ সারা দিন যে কেয়ার করে, তাকেই মনে রাখে না। আরে ভাই, তোকে কেউ হাজার ভালোবাসার পরেও তুই সেইটা মানতে চাস না, এই দোষটা আসলে কার! আমার?



আজ সরস্বতীপূজা। আজই পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস। এই পবিত্র দিনে ডাকপিয়ন হিসেবে ‘অধুনা’কে বেছে নিলাম। জানি না ডাকপিয়ন তার দায়িত্ব পালন করতে পারবে কি না? তারপরও এই খোলাচিঠিতে শুধু এটুকুই বলব, ‘তোমাকে বড্ড ভালোবাসি।’ আমার মনে হয়, তোমাকে এর বেশি কিছু বলার দরকার নেই।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com