শিরোনাম: |
দেবদাস সেজে ফেসবুকে স্ট্যাটাস দেন অথচ ভালোবাসি বললেও বোঝেন না
|
সে যেন দেবদাস ভালোবাসার ঝিনুক খুঁজতে দুঃখের সমুদ্রে ডুব দেয় কেউ। কেউ আবার এক সমুদ্র ভালোবাসা নিয়ে বসে থাকলেও সেদিকে কারও চোখ যায় না। মানুষ বড় অদ্ভুত। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না, নিজের ঘরের খাবারের প্রশংসা করি না। কেউ আপনাকে তার পৃথিবী ভাবলেও আপনি তাকে ধুলাবালুর মতো উড়িয়ে দেন। অথচ সারা দিন বলে বেড়ান আমাকে কেউ ভালোবাসে না। সারা দিন দেবদাস হয়ে ঘুরে বেড়াবেন আর খুবই দুঃখের স্ট্যাটাস দেবেন। কমেন্টে সবাই লাভ, কেয়ার আর স্যাড ইমোতে ভরিয়ে দেবে। অথচ সারা দিন যে কেয়ার করে, তাকেই মনে রাখে না। আরে ভাই, তোকে কেউ হাজার ভালোবাসার পরেও তুই সেইটা মানতে চাস না, এই দোষটা আসলে কার! আমার? আজ সরস্বতীপূজা। আজই পয়লা ফাল্গুন আর ভালোবাসা দিবস। এই পবিত্র দিনে ডাকপিয়ন হিসেবে ‘অধুনা’কে বেছে নিলাম। জানি না ডাকপিয়ন তার দায়িত্ব পালন করতে পারবে কি না? তারপরও এই খোলাচিঠিতে শুধু এটুকুই বলব, ‘তোমাকে বড্ড ভালোবাসি।’ আমার মনে হয়, তোমাকে এর বেশি কিছু বলার দরকার নেই।
|