রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
ফুলবাড়ীতে,মাটি ভর্তি ট্রলির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম) থেকে
প্রকাশ: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯:৩৯ এএম |

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাটি ভর্তি ট্রলির চাপায় সোহাগ নামের (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার ২১ (জানুয়ারি) শেষ বিকেলে উপজেলার সদর ইউনিয়নের চন্দ্র খানা মৌজার চৌধুরী টারী গ্রামে এঘটনাটি ঘটেছে। নিহত শিশু ওই গ্রামের বিপ্লব মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে বাড়ী হত্তয়ায় শিশুটি খেলাধুলা করতে করতে একপর্যায়ে রাস্তায় উঠে পড়লে হঠাৎ দ্রুতগামী  মাটি ভর্তি ট্রলির চাপায় গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এঘটনায় শিশুটির পরিবারসহ ওই এলাকায় এখন শোকের মাতম চলছে।

এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে, এঘটনায় থানায় একটি দূর্ঘটনা জনিত মামলা প্রক্রিয়াধীন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com