শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৬ মাঘ ১৪৩১
শিরোনাম: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক       বিমান হারিয়ে গেল যুক্তরাষ্ট্রের আকাশে      একুশে বইমেলায় পরিচালক ওয়ালিদ আহমেদের দুটি বই       আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিকে পুঙ্গ করে রেখেছিল -ড. শফিকুল ইসলাম মাসুদ       চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন : ড. ইউনূস      পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা শফিকুর রহমান      বেসিক ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি গ্রেফতার       
শেরপুরে পাচারকালে ট্রাক ভর্তি সরকারি বই জব্দ, আটক ১
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১২:০৩ এএম |

শেরপুরে পাচার কালে ট্রাক ভর্তি মাধ্যমিকের  সরকারি বইসহ মইদুল ইসলাম (৪৫)নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। মইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার  চিলমারী উপজেলার কেরুয়ারচর গ্রামের হারেজ আলীর ছেলে।  বুধবার (২২ জানুয়ারি) রাতে শেরপুর  সদর উপজেলার লছমনপুর দড়িপাড়া এলাকা  থেকে বইগুলো জব্দ করা হয়। 
জব্দকৃত বইয়ের মধ্যে বিনামূল্যে বিতরণের মাধ্যমিকের অষ্টম, নবম ও দশম শ্রেণির ৯ হাজার বই ছিল। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবর রাত ৯ টায় ট্রাকভর্তি সরকারি বই পাচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানা পুলিশ বই ভর্তি  ট্রাকটি আটক করে। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে  শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন  উপজেলার লছমনপুর দড়িপাড়া বুধবার রাত ৯টার দিকে বইগুলো জব্দ করা হয়।  এ সময় সরকারি বই পাচারের সাথে জরিত থাকার অভিযোগে  মইদুল ইসলামকে  আটক করে থানা পুলিশ। ট্রাকভর্তি বইগুলো কুড়িগ্রাম থেকে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে জানা গেছে।  শেরপুর জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান হোসেন বলেন, বইগুলো শেরপুর জেলার বরাদ্দকৃত বই নয়। অন্যকোনো জেলার  হতে পারে। 
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন এ বিষয়ে তদন্ত করে  পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com