শিরোনাম: |
ব্যাংকের ৯১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলমের ছেলেসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা
|
মঙ্গলবার দুদক থেকে মামলাটি করা হয় জানিয়েছেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন। তিনি সাংবাদিকদের জানান, ইসলামী ব্যাংকের চট্টগ্রামের খাতুনগঞ্জ করপোরেট শাখা থেকে ৮২৭ কোটি ৪২ লাখ ১৫ হাজার ৪২৫ টাকা ঋণ নেয়া হয়, যা মুনাফাসহ ৯১৮ কোটি ৫৭ লাখ ৫৪ হাজার ৭১৮ টাকায় দাঁড়িয়েছে। এই বিপুল অর্থ আত্মসাৎ, অর্থের প্রকৃত উৎস্য গোপন এবং স্থানান্তরের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পারস্পরিক যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, জালজালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন।
|