শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৬ মাঘ ১৪৩১
শিরোনাম: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক       বিমান হারিয়ে গেল যুক্তরাষ্ট্রের আকাশে      একুশে বইমেলায় পরিচালক ওয়ালিদ আহমেদের দুটি বই       আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিকে পুঙ্গ করে রেখেছিল -ড. শফিকুল ইসলাম মাসুদ       চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন : ড. ইউনূস      পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা শফিকুর রহমান      বেসিক ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি গ্রেফতার       
বেসিক ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি গ্রেফতার
প্রকাশ: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫, ৫:০৩ পিএম |

খেলাপীদের কাছ থেকে ঋণ আদায়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড। এরই ধারাবাহিকতায় বেসিক ব্যাংকের রংপুর শাখার শীর্ষ ঋণ খেলাপি প্রতিষ্ঠান মেসার্স রংপুর পোল্ট্রি এন্ড হ্যাচারীর বিষয়ে অর্থঋণ আদালতের এক মামলায় রংপুর যুগ্ম জেলা জজ আদালত আসামিগনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। এরপর রংপুরের মিঠাপুকুর থানা পুলিশ আসামী নিয়ামুল হাসান, এনামুল ও ইমরুল হাসানকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রংপুর শাখার খেলাপী প্রতিষ্ঠান রংপুর পোল্ট্রি এন্ড হ্যাচারীর কাছে ২১ কোটি ৪৯ লক্ষ ৮৩ হাজার ৬৯৪ টাকা দীর্ঘদিন ধরে অনাদায়ী ছিল। ব্যাংকের শাখা হতে ঋণ আদায়ে বারবার যোগাযোগ করেও গ্রাহকের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ব্যাংক কর্তৃপক্ষ ঋণ আদায়ে প্রতিষ্ঠানটির মালিক ড. নাজমুল হাসান সিদ্দিকী ও অন্যান্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে রংপুরের যুগ্ম জেলা জজ আদালতে মামলা (অর্থজারী ৪/১৮) দায়ের করে। মামলার প্রধান আসামী ড. নাজমুল হাসান সিদ্দিকী পলাতক রয়েছেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com