শিরোনাম: |
প্লে-অফ বিপিএল খেলতে কে কোন দলে
|
ফরচুন বরিশালের হয়ে খেলা নিশ্চিত করেছেন আফগানিস্তানের নুর আহমাদ জাদরান। জেসন হোল্ডারকে নিয়েছে খুলনা টাইগার্স। রংপুর রাইডার্স উড়িয়ে আনছে অ্যানিউরিন ডোনাল্ডকে। রংপুর অবশ্য এমনিতেও বেশ শক্তিশালী ছিল। তবে মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। সেই শূন্যতা পূরণেই বিদেশ থেকে আরও তিন তারকা ক্রিকেটারকে দলে এনেছে দলটি। তাদের হয়ে খেলা নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। কদিন আগে ফরচুন বরিশাল জানিয়েছিল তারা আনতে যাচ্ছেন নিউজিল্যান্ডের তারকা অ্যাডাম মিলনেকে। জানা গেছে, তিনিও নির্ধারিত সময়ের মধ্যেই দলের সঙ্গে যোগ দেবেন। খুলনা টাইগার্স দলে যোগ দিয়েছেন ক্যারিবিয়ান তারকা জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার। বিপিএলে শেষ চারের দল চিটাগং এখনও নতুন সাইনিং সম্পর্কে কিছু জানায়নি। বিপিএলের প্লে-অফে কে কোন দলে রংপুর রাইডার্স: আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, অ্যানিউরিন ডোনাল্ড ও টিম ডেভিড ফরচুন বরিশাল: অ্যাডাম মিলনে, নুর আহমাদ জাদরান খুলনা টাইগার্স: জেসন হোল্ডার ও শিমরন হেটমায়ার
|