শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৬ মাঘ ১৪৩১
শিরোনাম: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক       বিমান হারিয়ে গেল যুক্তরাষ্ট্রের আকাশে      একুশে বইমেলায় পরিচালক ওয়ালিদ আহমেদের দুটি বই       আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিকে পুঙ্গ করে রেখেছিল -ড. শফিকুল ইসলাম মাসুদ       চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন : ড. ইউনূস      পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা শফিকুর রহমান      বেসিক ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি গ্রেফতার       
ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান - মো. নূরুল ইসলাম বুলবুল
প্রকাশ: সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:২৫ পিএম |

ইসলাম একটা সার্বজনীন পরিপূর্ণ জীবন বিধান উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রাকৃতিক দূর্যোগ, শৈত্য প্রবাহ, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ধর্ম দেখে ক্ষতি করে না। ক্ষতিগ্রস্ত হয় সমাজের সব স্তরের মানুষ। তাই জামায়াতে ইসলামী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায় শুধু মানুষ হিসেবে। আমরা দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠীর বিবেচনা করি না। কারণ এটাই ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ। ইসলামে বৈষম্যের কোন সুযোগ নাই। ইসলাম হচ্ছে আলোকিত সমাজ গঠনের একমাত্র দৃষ্টান্ত। জামায়াতে ইসলামীর ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষ সাংবিধানিক অধিকার যথাযথ পাবে। ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালন করতে দেওয়া হবে না। কিন্তু ইতিহাস সাক্ষী মক্কা বিজয়ের পর সেখানকার ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং অধিকার লুন্ঠিত হয়নি বরং ভিন্ন ধর্মাবলম্বীদের জান ও মালের সুরক্ষা নিশ্চিত হয়েছে। বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলে, এখানকার প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে। রাষ্ট্রীয় সহায়তায় যেভাবে মসজিদের উন্নয়ন হবে একইভাবে ভিন্ন ধর্মাবলম্বীদের উপসনালয়ের উন্নয়ন করা হবে। 

সোমবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে ডেমরার সারুলিয়ার হাজী নগর এলাকায় ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে ঢাকা মহানগরীর দক্ষিণ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয়েছে, দাঁড়িপাল্লা প্রতিক কেড়ে নেওয়া হয়েছে, আমাদের দলের শীর্ষ নেতৃবৃন্দ কে বিচারিক হত্যা করা হয়েছে,  হামলা-মামলা দিয়ে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলো কিন্তু জামায়াতে ইসলামী এক সেকেন্ডের জন্যও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়নি, হবে না। জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। আমরা সমাজ সেবা করার সুযোগ পেয়েছি। জনগণ আমাদের সমাজ সংস্কার করার সুযোগ দিলে, জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় দায়িত্ব পালনের মাধ্যমে জাতিকে একটি বৈষম্য মুক্ত বাংলাদেশ উপহার দিবে। তাই নতুন বাংলাদেশ গড়তে তিনি সব ধর্ম বর্ণের মানুষকে জামায়াতে ইসলামীর নেতৃত্বের উপর আস্থা ও বিশ্বাস রেখে জামায়াতে ইসলামীর প্রতি সমথর্ন দেওয়ার আহ্বান জানান। 


বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা মধ্য থানা আমীর মোহাম্মদ আলী'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী এবং প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মুহাম্মদ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী মোহাম্মদ কামাল হোসাইন, ঢাকা মহানগরীর দক্ষিণের কর্মপরিষদের সদস্য ও সমাজ কল্যাণ বিভাগীয় সম্পাদক শাহীন আহমেদ খান। 

ডেমরা পশ্চিম থানা আমীর মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনা অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেল্লা মন্দিরের পরিহিত মরণ সরদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডেমরা থানা পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা ডা. সায়েদুল হক পাটোয়ারী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডেমরা পশ্চিম থানার বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মাহিম, সারুলিয়া বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী গিয়াস উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পেশাজীবি বিভাগের দায়িত্বশীল নুর হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ডেমরা থানা সভাপতি ইসমাইল হোসেন, ডেমরা পশ্চিম থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারী কামাল আমিন প্রমুখ। 

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ৩ শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণী আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।  






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com