শনিবার ৮ ফেব্রুয়ারি ২০২৫ ২৬ মাঘ ১৪৩১
শিরোনাম: দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক       বিমান হারিয়ে গেল যুক্তরাষ্ট্রের আকাশে      একুশে বইমেলায় পরিচালক ওয়ালিদ আহমেদের দুটি বই       আওয়ামী লীগ বাংলাদেশের প্রতিটি নাগরিকে পুঙ্গ করে রেখেছিল -ড. শফিকুল ইসলাম মাসুদ       চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন : ড. ইউনূস      পলাতক শেখ হাসিনা উসকানি দিয়ে পরিবেশ উত্তপ্ত করেছে : ডা শফিকুর রহমান      বেসিক ব্যাংকের শীর্ষ ঋণ খেলাপি গ্রেফতার       
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. শেয়ারবাজার
প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩০ পিএম |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৯টি কোম্পানির ১৮ কোটি
৩৭ লক্ষ ৯১ হাজার ১৪৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন
হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৩১
কোটি ৩৩ লাখ ১০ হাজার ৪৩৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের
চেয়ে সূচক ১৯.৭০ পয়েন্ট বেড়ে ৫১৪৫.৮৪ ডিএস-৩০ মূল্য
সূচক ১.৪৬ পয়েন্ট বেড়ে ১৯০৯.৮০ পয়েন্ট এবং ডিএসইএস
শরীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৬৯ পয়েন্ট বেড়ে ১১৩৯.২৪
পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানি মধ্যে দাম
বেড়েছে ২১৯টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে
৬৭টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:-
জিপি, সিটি ব্যাংক, রূপালি লাইফ ইন্সুঃ, বীচ হ্যাচারী,
সেন্ট্রাল ফার্মা, খুলনা প্রিন্টিং, অগ্নি সিস্টেম, ইফাদ
অটোস, খান ব্রাদার্স পিপি ও হাক্কানি পাল্প।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- প্রাইম
ফাইন্যান্স ১ম মি. ফা., ইপিজিএল, ইফাদ অটোস, হাক্কানি পাল্প,
এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, রূপালি লাইফ ইন্সুঃ,
গ্রীণডেল্টা লাইফ মি.ফা., এমএল ডাইয়িং, আলিফ ম্যানুঃ ও
বঙ্গজ লিঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- মেঘনা   
সিমেন্ট, তাক্কাফুল ইন্সুঃ, তাল্লু স্পিনিং, অলটেক্স ইন্ডাঃ, কে

অ্যান্ড কিউ, গ হেভী কেমিক্যাল, ড্রাগন সুয়েটার,
এলআর গ্লোবাল মি. ফা-১, রেনউইক যজ্ঞেশ^র ও এফএএস
ফাইন্যান্স,






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com