তারুণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপস, ওপেন ও বালিকা এর ঢাকা বিভাগীয় বাছাই প্রতিযোগিতা
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপের ঢাকা বিভাগীয় বাছাই দাবা প্রতিযোগিতা আজ মঙ্গলবার সকাল হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বিভিন্ন গ্রুপে ঢাকা বিভাগের ৪৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। অনুর্ধ্ব-১৪ হতে ১৮ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হক ও মোঃ মারুফ হোসেন শিহাব পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। অনুর্ধ্ব-৮ হতে ১২ গ্রুপে আজান মাহমুদ ও আকিল হাসান পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সকল গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলা আগামীকাল বুধবার সকাল ১১-০০ (এগার) টা হতে একই স্থানে শুরু হবে।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন