শিরোনাম: |
শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলের নাম চেয়েছে
|
বুধবার দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি গুগল ফরমটি যুক্ত করেছে। সেখানে যুক্ত করা হয়েছে ১০টি প্রশ্ন। যার পাঁচটি তথ্যের ও বাকি পাঁচটিতে করা হয়েছে প্রশ্ন। দেশের মানুষের চিন্তা, প্রত্যাশা, পরামর্শ চেয়ে দেওয়া ওই গুগল ফরমে জিজ্ঞাসা করা হয়েছে— আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে? *নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান? *নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন? *দলের নাম কী হতে পারে? *দলের মার্কা কী হতে পারে? জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তারা লিখেছেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটা গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফরমটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে। এআর আগে, নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে— এমন রাজনৈতিক দল আসার ঘোষণা দেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানায়।
|