রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না: ''স্বরাষ্ট্র সচিব''      সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      
শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দলের নাম চেয়েছে
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:২২ পিএম |

গণ অভ্যুত্থানের শক্তি কাজে লাগিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সে লক্ষ্যে কাজও শুরু করেছেন তারা। তারই ধারাবাহিকতায় এবার দেশের মানুষের কাছে দলের নাম, প্রতীক চেয়েছে শিক্ষার্থীদের এই দুটি প্ল্যাটফর্ম।

বুধবার দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে বলে ঘোষণা দিয়েছে। পাশাপাশি গুগল ফরমটি যুক্ত করেছে। সেখানে যুক্ত করা হয়েছে ১০টি প্রশ্ন। যার পাঁচটি তথ্যের ও বাকি পাঁচটিতে করা হয়েছে প্রশ্ন।

দেশের মানুষের চিন্তা, প্রত্যাশা, পরামর্শ চেয়ে দেওয়া ওই গুগল ফরমে জিজ্ঞাসা করা হয়েছে— আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে?

*নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান?


*নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন?

*দলের নাম কী হতে পারে?

*দলের মার্কা কী হতে পারে?

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমও ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন। তারা লিখেছেন, ‘ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে! আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটা গড়তে চাই। কমেন্টে দেয়া ফর্মে আপনার মতামত জানান। ফরমটি পূরণ করতে মাত্র ৫ মিনিট সময় লাগবে।

এআর আগে, নাগরিকের আশা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে— এমন রাজনৈতিক দল আসার ঘোষণা দেয় জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘আপনার চোখে নতুন বাংলাদেশ’ শিরোনামে বুধবার এক যৌথ সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানায়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com