রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
ঋণ আদায়ে অগ্রণী ব্যাংকে পর্যালোচনা সভা
প্রকাশ: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩১ পিএম |

অগ্রণী ব্যাংক পিএলসি’র বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা ও আমিন কোর্ট কর্পোরেট শাখার ঋণ আদায় ও ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বুধবার বিকেলে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের
প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, তাহমিনা আখতার ও মো. আবুল
বাশার। সভায় মহাব্যবস্থাপক (রিকভারি) এ কে এম শামীম রেজার সভাপতিত্বে এসময় ঢাকা সার্কেল-২ এর মহাব্যবস্থাপক মো. আবু হাসান তালুকদার, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক জাহানারা বেগম, আমিন কোর্ট কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম ভূঁইয়াসহ উর্ধ্বতন নির্বাহী ও কর্পোরেট শাখা দুটি’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা শ্রেণীকৃত ঋণ আদায়সহ ২০২৫ সালে অগ্রণী ব্যাংকের আর্থিক সূচকসমূহের অধিক প্রবৃদ্ধি অর্জন, আমদানি, রপ্তানি, রেমিট্যান্স বৃদ্ধিসহ গ্রাহকদের অধিক সেবা দেওয়ার মাধ্যমে প্রাতিষ্ঠানিক সুনাম অর্জনের লক্ষ্যে
বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com