রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
আইসিএসবি এবং ইবিএল যৌথ ব্র্যান্ড ক্রেডিট কার্ড উদ্বোধন
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৫ এএম |

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এবং ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)
গত ৪ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে ঢাকায় ইবিএল-এর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইবিএল-আইসিএসবি
ভিসা কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড চালু করেছে। এই উদ্যোগটি আইসিএসবি-এর সদস্য, শিক্ষার্থী এবং
কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা এবং উপযোগী সমাধান প্রদানের লক্ষ্যে নেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুতে
একটি সংক্ষিপ্ত অডিও-ভিজুয়াল (এভি) উপস্থাপনার মাধ্যমে আইসিএসবি এবং ইবিএল-এর কার্যক্রম তুলে
ধরা হয়।

আইসিএসবি-এর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস এই উদ্যোগের জন্য ইবিএল-এর প্রতি
আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, এই অংশীদারিত্ব আইসিএসবি সদস্যদের
পেশাগত এবং ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য বিশেষায়িত পরিষেবার সাথে একটি নিরবচ্ছিন্ন ব্যাংকিং
অভিজ্ঞতা প্রদানের ক্ষেত্রে একটি সুন্দর পদক্ষেপ। তিনি ইবিএল-এর ক্রেডিট কার্ড সেবার উচ্চ মান এবং
ব্যতিক্রমী পরিষেবার প্রশংসা করেন।
ইবিএল-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব আলী রেজা ইফতেখার বলেন, ইবিএল এবং আইসিএসবি-
এর এই সহযোগিতা বিশ্বব্যাপী স্বীকৃত ভিসা প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিএসবি-এর সদস্য, শিক্ষার্থী এবং
কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধার সুযোগ তৈরি করেবে। ইবিএল কর্পোরেট গভর্নেন্সে বিশ্বাসী, এবং
আইসিএসবি কর্পোরেট গভর্নেন্স প্রচার ও নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”।
আইসিএসবি-এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব এ. কে. এম. মুশফিকুর রহমান এফসিএস,
ভাইস প্রেসিডেন্ট; জনাব মো. আবদুল্লাহ আল মামুন এফসিএস, ট্রেজারার; জনাব সেলিম আহমেদ এফসিএস,
কাউন্সিল সদস্য; জনাব মো. শরীফ হাসান এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব মো. হারুন-আর-রশীদ
এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব আবুল ফজল মোহাম্মদ রুবাইয়াত এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব মো.
শফিকুল ইসলাম ভূইয়াঁ এফসিএস, কাউন্সিল সদস্য; জনাব মো. জাকির হোসেন, সচিব ও প্রধান নির্বাহী
কর্মকর্তা; জনাব মো. শামিবুর রহমান এফসিএস, নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) এবং ফেলো ও
অ্যাসোসিয়েট সদস্যবৃন্দ। ইবিএল-এর পক্ষ থেকে অনুষ্ঠানে থেকে উপস্থিত ছিলেন জনাব এম. খোরশেদ
আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব রিটেইল ও এসএমই ব্যাংকিং; জনাব জিয়াউল করিম,
হেড অব কমিউনিকেশনস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com