শিরোনাম: |
শেখ হাসিনার পতনের কারণ দাম্ভিকতাই : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
|
বুধবার জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই ২০২৪ বিপ্লবের শহিদস্মারক মোড়ক উন্মোচন অনুষ্ঠানে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হল থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেকের সভাপতিত্বে এবং খুলনা মহানগরী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বক্তব্য দেন খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইন, বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করীম, খুলনা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি মাওলানা আব্দুর রহীম প্রমুখ।
|