রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      ইনকিলাব মঞ্চের পদযাত্রা প্রত্যাহার, 'নতুন কর্মসূচি ঘোষণা'      
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. আজকের শেয়ারবাজার ০৬.০২.২০২৫
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৪০ পিএম |

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৫টি কো¤পানির ১৯ কোটি ৪৩ লক্ষ ৫৮ হাজার ৮৯৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪২৯ কোটি ৬৫ লাখ ১ হাজার ৪৮৬ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের
চেয়ে সূচক ৯.১১ পয়েন্ট বেড়ে ৫১৭৯.১৮ ডিএস-৩০ মূল্য সূচক ১.৩৩ পয়েন্ট কমে ১৯১২.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৫৬ পয়েন্ট বেড়ে ১১৪৭.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টি কোম্পানীর শেয়ার। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:-
ইএইচএল, বীচ হ্যাচারী, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, খুলনা প্রিন্টিং, বিএসসি, সেন্ট্রাল ফার্মা, সীম টেক্স, অগ্নি সিস্টেম ও কুইনসাউথ টেক্সটাইল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- ইএইচএল, ইস্কয়ার নিটিং, বিডি ফাইন্যান্স, ইপিজিএল, হামিদ ফেব্রিকস, আলিফ ম্যানুঃ, কাট্টালি টেক্সটাইল, এসএস স্টিল, এক্সিম ব্যাংক ১ম মি. ফা. ও সীম টেক্স। দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- খুলনা প্রিন্টিং, জাহিন টেক্স, ডেল্টা স্পিনিং, রেনউইক যজ্ঞেশ^র,
 সেন্ট্রাল ফার্মা, ভিএএমএল আরবিবিএফ, হাক্কানি পাল্প, এআইএল, জাহিন স্পিনিং ও পেনিনসুলা চিটাগাং। আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৭৩৯৩০৫১৭১৫৪২.০০






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com