বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আগামী ৯ ই ফেব্রুয়ারী, ২০২৫ রোববার বেলা ৩-০০ (তিন) টা তে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। সকল বিভাগের বাছাইকৃত খেলোয়াড়, গত ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত খেলোয়াড়সহ অন্যান্য খেলোয়াড়রাও এ চ্যাম্পিয়নশিপের বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন। বিভাগের বাছাইকৃত খেলোয়াড়, গত ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্ত খেলোয়াড়দের ৩০০.০০ (তিন শত) টাকা এন্ট্রি ফি ও বয়সের প্রমান-পত্র ও স্ব-স্ব বিভাগের পত্রসহ এবং অন্যান্য খেলোয়াড়দের ১,০০০.০০ (এক হাজার) টাকা এন্ট্রি ফি ও বয়সের প্রমাণ-পত্রসহ আগামী ৮ ই ফেব্রুয়ারী, শনিবার রাত ৮-০০ (আট) টা মধ্যে বাংলাদেশ দাবা ফেডারেশনের অফিসে নাম জমা দিতে বলা হচ্ছে। প্রত্যেক গ্রুপের খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে ৫ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে।