সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
বিসিএমইএ'র উদ্যোগে "শেপিং বাংলাদেশ : ডিজাইনিং টুমরো, বিল্ডিং টুডে" অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫০ পিএম |

প্রযুক্তিগত উদ্ভাবনসামাজিক অগ্রগতি  টেকসই উন্নয়নের মাধ্যমে উজ্জ্বল বাংলাদেশ বিনির্মাণে লক্ষে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল শেপিং বাংলাদেশ : ডিজাইনিং টুমরোবিল্ডিং টুডে শিরোনামের অনুষ্ঠান।

অনুষ্ঠানে বিল্ডিং ম্যাটেরিয়ালের বিশেষজ্ঞরা বাংলাদেশের ক্রমবর্ধমান প্রেক্ষাপটে চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রবৃদ্ধি বাড়ানোর কৌশল তুলে ধরেন। আলোচনায় বিভিন্ন প্রকৌশলীস্থাপত্যবীদ এবং নির্মাণ শিল্পের ব্রান্ড হেডগণ অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিসিএমইএ আয়োজিত  অনুষ্ঠানে প্রিন্সিপাল স্পন্সর হিসাবে আকিজ সিরামিক এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসাবে ফ্রেস  এক্স সিরামিক অংশ নেন। অনুষ্ঠানে টাইলস্ এর প্রদর্শনী ছিল।

এই অনুষ্ঠানে অধ্যাপক প্রকৌশলী শামীম জেডবসুনিয়া  অধ্যাপক আর্কিটেক্ট শামসুল ওয়ারেসকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ -রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ সিদ্দিকুর রহমান সরকারপ্রধান প্রকৌশলী মোঃ নুরুল ইসলামইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর আবু সায়ীদ এম আহমেদ , আইইবি' প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম রেজু , বিসিএমইএ' প্রেসিডেন্ট মইনুল ইসলামসিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোমামুনুর রশীদ এফসিএমএজেনারেল সেক্রেটারী ইরফান উদ্দিন  বিসিএমইএ বোর্ড সদস্যগণ এবং গণ্যমান্য অতিথীগণ। অনুষ্ঠানে সিরামিক বাংলাদেশ ম্যাগাজিনের  বছর পুর্তি কেক কাটা হয়






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com