সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
ফুলবাড়ী সীমান্তে অবৈধ পন্থায় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক যুবক আটক
উত্তম কুমার মোহন্ত, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
প্রকাশ: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪১ পিএম |

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে কাঁটাতারের বেড়া পেড়িয়ে ভারত থেকে অবৈধ পন্থায় বাংলাদেশে অনুপ্রবেশের সময় বাংলাদেশী এক যুবক কে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি।
জানাযায় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবির অধীনে উপজেলার নাও ডাঙ্গা ইউনিয়নের বালার হাট ক্যাম্পের নায়েক সুবেদার আলমগীর হোসেনের নেতৃত্বে টহলরত বিজিবির সদস্যগণ বৃহস্পতিবার শেষ বিকেলে খালিশা কোটাল সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৪ এর সাব পিলার ০৯ এর পাশ থেকে তিনশ'গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নয়ন মিয়া (২৬) নামের এক যুবক কে আটক করে। আটককৃত ওই যুবক ঢাকা জেলার হাতিরঝিল থানার ব্যাগোটিয়া গ্রামের মোঃ বাদশা মিয়া ছেলে। পরে রাত আটটার দিকে নায়েক সুবেদার আলমগীর হোসেন আটক যুবককে থানায় সোপর্দ করেন।

আটক বাংলাদেশী যুবক নয়ন মিয়া বলেন, তিন বছর আগে কাজের সন্ধানে কুমিল্লা সীমান্ত দিয়ে দশ হাজার টাকার বিনিময়ে দালালের মাধ্যমে ভারতে যান। তিন বছর সেখানে বিভিন্ন জায়গায় কাজকর্ম শেষে বৃহস্পতিবার কুচবিহার জেলার সাহেব গঞ্জ থানার করলা সীমান্ত দিয়ে দালালের মারফত বার হাজার টাকার বিনিময়ে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বিজিবি আমাকে আটক করে।
এব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ জানান, রাতে বিজিবি বাংলাদেশী এক যুবক কে থানায় সোপর্দ করে, পরে বিজিবি নিজে বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com