শিরোনাম: |
অক্ষত কুরআন ও জমজমের পানি, সাবেক এমপির বাড়ি পুড়ে ছাই!
|
শনিবার দুপুরের দিকে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী এলাকায় সাবেক সংসদ সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বুধবার সোনাগাজীতে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বক্তব্যের জেরে মাসুদ উদ্দিন চৌধুরীর বিষয়ে উত্তপ্ত হয়ে ওঠে সোনাগাজী বিএনপির একাংশের রাজনৈতিক অঙ্গন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে অর্ধশতাধিক নেতাকর্মী অতি উৎসাহী হয়ে মাসুদ উদ্দিন চৌধুরীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করার পর অগ্নিসংযোগ করে। এতে সাবেক সংসদ সদস্যের দুইতলা ডুপ্লেক্স বাড়িসহ তিনটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। কেয়ারটেকার হালিমা বেগম যুগান্তরকে জানান, ঘরের আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে গেলও দুটি কুরআন এবং ৫ লিটার বোতলে থাকা জমজমের পানি অক্ষত অবস্থায় পাওয়া যায়। এটি মহান আল্লাহ তায়ালার বড় রহমত।
|