সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
একুশে বইমেলা ২০২৫ এ প্রকাশিত হয়েছে এমডি ফরিদুল আলমের বিদীর্ণ স্মৃতি
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৭ পিএম |

জমে উঠেছে বাঙালি জাতির ঐতিহ্য ও  প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। বইমেলাকে ঘিরে লেখক, প্রকাশক ও পাঠকরা বেশ ব্যস্ততায় সময় পার করছেন। সারি সারি স্টল এবং বইপ্রেমীদের পদচারণায় বইমেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবি এমডি ফরিদুল আলমের কবিতাগ্রন্থ 'বিদীর্ণ স্মৃতি'। বইটিতে গ্রামীণ ও শহুরে জীবনের নানান দিক, চাকরিজীবীর জীবন ও অবসর, ফুটপাত দখল বাণিজ্য, ডাকপিয়নের জীবন, তোফাজ্জল হত্যাকান্ড, কিশোরী ফেলানি, কক্সবাজারের ঐতিহ্য ও নিদর্শন, বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি-বাঙালির সম্প্রীতি ও সংঘাতসহ দেশের আলোচিত এবং সমসাময়িক বিষয়াবলী নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে। এছাড়াও কোনো সম্পর্কের অন্তর্নিহিত দুঃখ এবং তার পরিবর্তনের গল্প, প্রেম-বিরহের উপাখ্যান এবং জীবনের স্মৃতি-বিস্মৃতির বিপুল সমাহারে সজ্জিত করা হয়েছে কবিতাগ্রন্থ 'বিদীর্ণ স্মৃতি'। বইটিতে চতুর্দশপদী কবিতাও জায়গা করে নিয়েছে। 'বিদীর্ণ স্মৃতি' কবি এমডি ফরিদুল আলমের দ্বিতীয় কবিতাগ্রন্থ।

বইটির প্রকাশনা প্রতিষ্ঠান মহাকাল এবং প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। সোহরাওয়ার্দী উদ্যানে চলমান বাংলা একাডেমির বইমেলায় মহাকাল প্রকাশনীর ৬৫১ ও ৬৫২ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি.কমে বইটি পাওয়া যাবে। গত অমর একুশে বইমেলা ২০২৪ এ প্রকাশিত হয়েছিল তাঁর প্রথম কবিতাগ্রন্থ 'কবিতায় জীবনের গল্প'। যেটি দেশের ভেতর ও বাইরে পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলে। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জে কর্মরত আছেন। লেখক এমডি ফরিদুল আলমের জন্ম কক্সবাজার জেলায়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com