রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
৫ দিনের রিমান্ডে ডিআইজি মোল্যা নজরুল
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:১৯ পিএম |

রাজধানীর গুলশান থানায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদকে হত্যাচেষ্টার মামলায় রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে সংযুক্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোল‍্যা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: ছানাউল্ল্যাহ আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

এ দিন মোল‍্যা নজরুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে তাকে হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতের কাঠগড়ায় তোলা হয়।

এ সময় গুলশানা থানা পুলিশের উপ-পরিদর্শক মো: মাহফুজুল হক তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী বলেন, ‘আসামি মোল্যা নজরুল ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী। তিনি যখন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার তখন তিনি বিরোধী দল দমনে কাজ করেছেন। ছাত্র-জনতার আন্দোলন দমাতে তিনি কাজ করেছেন।’

আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল, কারাগারে ডিভিশন ও চিকিৎসা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে, শনিবার রাজশাহী জেলা পুলিশের সহায়তায় সারদার পুলিশ অ্যাকাডেমি থেকে মোল্যা নজরুল ইসলামকে আটক করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, গত ২২ জুলাই গুলশান থানাধীন এলাকায় কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবায়েদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় গত ৫ অক্টোবর তার বাবা মো: হুমায়ুন কবির গুলশান থানায় মামলা করেন।

এতে মোল্যা নজরুলসহ ৩৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরো ১৫০-২০০ আসামি রয়েছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com