তারুণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপস, ওপেন ও বালিকা
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৩ এএম |
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আজ রোববার হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি সৈয়দ সুজাউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা বক্তব্য রাখেন এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মোঃ আরিফুজ্জামান আরিফ উপস্থিত ছিলেন। ১২ টি ক্যাটাগরিতে জন ১২৫ জন বালক ও ৫৮ জন বালিকা সহ মোট ১৮৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামীকাল (সোমবার) সকাল ১১-০০ (এগার) টা হতে অনুর্ধ্ব-৮ ওপেন গ্রুপ ছাড়া অন্যান্য সকল গ্রুপের দ্বিতীয় রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে। অনুর্ধ্ব-৮ ওপেন গ্রুপের খেলা শুরু হবে ৩-০০ টা হতে।
সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০। e-mail: [email protected], web: 71sangbad.com