রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না: ''স্বরাষ্ট্র সচিব''      সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      
গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের নেতা রাজু
প্রকাশ: সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৪৭ এএম |

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলি করে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাজু আহম্মেদকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে প্রিজনভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়।

রোববার বিকালের দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বুড়িরবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাজু ছাত্রলীগের ঢাকা জেলা উত্তরের উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানা যায়। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকার মো. চাঁন মিয়ার ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির আরও জানান, রাজু আহম্মেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে একাধিক হত্যার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। তার বিষয়ে পর্যালোচনা করে একাধিক ভিডিও ফুটেজে দেখা যায়- কোথাও হেলমেট পরিহিত দেশীয় অস্ত্রসহ, কোথাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করেছেন। মাথায় হেলমেট পরে সক্রিয় ভূমিকা পালন করেন রাজু।

আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় সরাসরি নেতৃত্ব দিয়েছেন। এ বিষয়ে একাধিক তথ্য ও ভিডিও ফুটেজ মিলেছে। তাকে আজ বিকালেই ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com