সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
সুদীপ্তা, মেয়ের মুসলিম নাম রাখার কারণ জানালেন
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৫৪ এএম |

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। কেরিয়ারের গোড়াতেই জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে আড়াই দশক পার করে ফেলেছেন তিনি। ১১ বছর আগে ‘উড়নচণ্ডী’ পরিচালক অভিষেক সাহার সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করে সুদীপ্তা। তাদের একমাত্র কন্যা শাহিদা নীরা।  

২০১৫ সালের নভেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন সুদীপ্তা। মেয়ের নাম প্রকাশ্যে আসবার পর থেকেই নানান কটাক্ষ শুনতে হয়েছিল সুদীপ্তাকে। কারণ অভিনেত্রীর মেয়ের নাম শাহিদা। নামের সঙ্গে পদবী নেই। বরং মেয়ের পুরো নাম শাহিদা নীরা।  

কেউ বলেছেন, তোমার মেয়ে বিদেশে যেতে পারবে না। 

কেউ বলেছেন, যখন বড় হবে তখন দেশের অবস্থা আরও খারাপ হবে কেন ওর মুসলিম নাম রেখেছো? 

তবে এসব কথায় গুরুত্ব দেন না সুদীপ্তা কিংবা তার স্বামী। একইভাবে শাহিদাও কিন্তু তার এই নামটা খুবই পছন্দ করে। আর পাঁচজনের থেকে একেবারেই আলাদা তার নাম। তাই এই ব্যাপারটা সে খুবই পছন্দ করে।

এর উত্তরে অভিনেত্রী বলেন, তিনি চান না তার মেয়ে বাবা ও মায়ের পদবীতে আটকে থাকুক। তবে বড় হয়ে শাহিদা চাইলে বাবা কিংবা মায়ের পদবী ব্যবহার করতেই পারেন। অভিনেত্রীর কথায় তার মেয়ে বড় মনের মানুষ। মেয়েকে তিনি সেভাবেই মানুষ করছেন। তিনি একা নন, তার মেয়ের বড় হয়ে ওঠার পেছনে তার স্বামী অভিষেকের ও ঠিক ততটাই অবদান যতটা তার। মেয়ে যেন আজীবন এতটাই বড় মন এবং দায়িত্ববোধ নিয়ে চলতে পারে, এটাই তার কামনা।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com