রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
যুবক তরুণেরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করবে না : ড. শফিকুল ইসলাম মাসুদ
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩৮ পিএম |

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘সোনার মদিনা রাষ্ট্র গঠন করার জন্য যেমন কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন প্রিয় রাসূল সা: তেমনি আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আগে আমাদেরকে সোনার মানুষ গড়ে তুলতে হবে। কোনো অন্যায়ের কাছে যুবক তরুণেরা আর মাথা নত করতে পারে না। আমি চাঁদাও দেবো আবার অন্যায়কে প্রশ্রয় দেবো না, এ কথা মুখে বলে কোনো লাভ নেই।

তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের কথা বললে অবশ্যই আমাকে নীতি নৈতিকতার মানদণ্ডকে সামনে রাখতে হবে। যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই সে রাজনীতির সাথে আমরা কেউ থাকতে চায় না। সেই রাজনীতির সাথে কোনো মুসলমান থাকতে পারে না।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী সমাজ ও সংস্কারে যুবকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘জাতির জন্য দূর্ভাগ্য এটা যে, আমরা কথায় কথায় তরুণ যুবকদের তুচ্ছ তাচ্ছিল্য করি। গোটা পৃথিবীতে যত বড় বড় পরিবর্তন হয়েছে তার বেশিভাগের পিছনে যুবকদের বিরাট ভূমিকা রয়েছে। ইসলামের বিজয়েও প্রিয় নবী হযরত মুহাম্মাদ সা:-এর যুবক সাহাবারা ও আলী রা:-এর মতো তরুণ সেনাপতিদের হাতেই বিরাট দূর্গ বিজয় লাভ করেছিল। এই যুব শক্তির সাথে বাংলাদেশের রাজনীতির সম্পর্ক যদি না করা যায়, তাহলে দেশের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ সংস্কারসহ কোনো কিছুই পরিপূর্ণভাবে সমাধান করা যাবে না। আর সেই সব সংস্কারের আগে প্রত্যেককে কোরআনের আলোকে সত্যিকার আলোকিত যুবক হয়ে সকল সংস্কারের দাবি তুলতে হবে।

তিনি বলেন, ‘আজও যদি যুবকেরা সেই বিজয়ের স্বপ্ন দেখে তবে তাদেরও মহান আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেই ময়দানে কাজে লেগে যেতে হবে। রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক নেই যারা বলেন, প্রকৃত অর্থে তারা নিজেদের চুরিচামারিকে আরো দীর্ঘ সময় ধরে করার অসাধু উপায় খুঁজে বেড়াচ্ছেন। কেবল মানুষের তৈরি করা চিন্তা মতবাদ দিয়ে মানবতার কল্যাণ করা সম্ভব না। সেখানে সকল কিছুর বিধান ও শান্তি নিরাপত্তা দেয় কেবল মহান আল্লাহর দেয়া বিধান।’ সেই কুরআনিক নিয়ম শৃঙ্খলা আমাদের যুবকদের গ্রহণ করার উদাত্ত আহ্বান করছি।

ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমির মো: কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর-কদমতলী জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদিন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন প্রমুখ। 






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com