রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না: ''স্বরাষ্ট্র সচিব''      সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      
ফেরত আনতে হবে দেশের পাচারকৃত অর্থ : মাওলানা রফিকুল ইসলাম খান
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:৩৯ পিএম |

দেশের পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘অর্থ পাচারকারীদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। স্বৈরাচারী হাসিনা নিজে অর্থ পাচারকারী পাশাপাশি তার ছেলে, মেয়ে, বোন, বোনের ছেলে মেয়েকে দিয়ে দেশের অর্থ বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে।

আজ মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মনোহারা দাখিল মাদরাসা প্রাঙ্গনে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘শেখ হাসিনার মূল অ্যাজেন্ডাই ছিল বাংলাদেশকে ভারতের তাবেদার রাষ্ট্র বানানো। তার এই কাজের প্রধান বাধা মনে করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীকে। এ কারণেই বিচারের নামে মিথ্যা প্রহসন করে জামায়াত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। ছাত্র-জনতার এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্র ধূলিসাৎ হয়েছে। সারাদেশে এখন এক আওয়াজ সব দল দেখা শেষ জামায়াতে ইসলামীর বাংলাদেশ।

তিনি বলেন, ‘জামায়াতের মূল লক্ষ্য এদেশে ইসলাম প্রতিষ্ঠা করার মাধ্যমে একটি আধুনিক, মানবিক, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ন্যায় ও ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করা। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাহিদুল ইসলাম বলেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তির জিকির তুলে জাতিকে বিভক্ত করেছে। গণজাগরণ মঞ্চের অ্যাজেন্ডাই ছিল এদেশের নিরপরাধ মানুষকে রাজাকার বানানো। এই পতিত স্বৈরাচার সরকার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ৯ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর জলিলকেও রাজাকার বলেছিল। সবশেষে স্বৈরাচারী শেখ হাসিনা এদেশের বৈষম্যবিরোধী মেধাবী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেছে। এটাই হলো আওয়ামী লীগের চরিত্র।

দূর্গানগর ইউনিয়ন জামায়াতের সভাপতি আশরাফুল আলম মোত্তালিবের সভাপতিত্বে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি, সেক্রেটারি খাইরুল ইসলাম মাষ্টার, অফিস সেক্রেটারি মাওলানা আবদুল বারী প্রমুখ।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com