রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
মনিরামপুরে নতুন ভোটার ১৬ হাজার ৬৪৬ জন
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০১ পিএম |

যশোরের মনিরামপুর উপজেলায় ১৬ হাজার ৬৪৬ জন নতুন ভোটার হচ্ছেন। তবে, নতুন হালনাগাদ ভোটার তালিকায় ১১ হাজার নিবন্ধিত হলেও সঠিক ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হওয়ায় এখনো ৫ হাজার ৫৪৬ জন নিবন্ধিত হতে পারেননি। তবে, এখনো অনিবন্ধিত ভোটাররা সঠিক ডকুমেন্টস দেকাতে পারলে তারাও নিবন্ধিত হবেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানাযায়- দেশব্যাপী গত ২০ জানুয়ারি হতে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে নির্ধারিত ফরমে তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রকারিরা। যারা ২০০৮ সালে ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণ করেছেন তারাই কেবল নিবন্ধিত হয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার ও নতুন ভোটার রেজিস্ট্রেশন কর্মকর্তা কল্লোল কুমার বিশ্বাস জানান- নিবন্ধিত ভোটারের মধ্যে নারী ভোটার ৫ হাজার ৮৮৬ এবং পুরুষ ভোটার ৫ হাজার ২১৫ জন। এছাড়া একজন তৃতীয় লিঙ্গের ভোটার নিবন্ধিত হয়েছেন।
এ উপজেলায় তথ্য সংগ্রহের জন্য ১৪৭ জন তথ্য সংগ্রকারি এবং ২৯ জন সুপার ভাইজার নিয়োগ দেয়া হয়। প্রতি আড়াই হাজার ভোটারের জন্য একজন করে তথ্য সংগ্রকারি কাজ করেছেন এবং গড়ে ৫ জন তথ্য সংগ্রকারির জন্য একজন সুপার ভাইজার নিয়োগ দেয়া হয়। অনলাইন জন্ম নিবন্ধনের সনদ, নাগরিক সনদ, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, প্রত্যয়নপত্রসহ ১৪ টি ডকুমেন্টস প্রমাণ সাপেক্ষে নিবন্ধিত হতে পেরেছেন।
তিনি আরও জানান- এখন পর্যন্ত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৫১৮ জন। এরমধ্যে নারী ভোটার ১ লাখ ৮০ হাজার ৫৮২ এবং পুরুষ ১ লাখ ৮৫ হাজার ৯৩৪ জন। এছাড়া ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com