শিরোনাম: |
সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে ইউজিসিতে সমন্বয় সভা
|
![]() মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সরকার বারবাক কারমাল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক শারমিন আহমেদ এবং ইউনিসেফ-এর প্রতিনিধি খন্দকার লুৎফুল খালেদসহ ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর আনোয়ার হোসেন সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক প্রকল্প মূল্যায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং নারী ও শিশুর অধিকার সুরক্ষিত হয় এমন প্রকল্প নির্বাচন করার পরামর্শ দেন। সভায় সামাজিক ও আচরণ পরিবর্তনে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা প্রকল্প আহ্বান এবং গবেষণা রিপোজেটরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য, সামাজিক ও আচরণগত পরিবর্তনে ইউনিসেফ ও ইউজিসি’র একটি যৌথ অংশীদারত্ব কর্মসূচি চলমান রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়সমূহে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, নীতিমালা ও পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন এ কর্মসূচির অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া, এই কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিত বিষয়ক কার্যক্রমও এ কর্মসূচির অন্তর্ভূক্ত রয়েছে।
|