রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে ইউজিসিতে সমন্বয় সভা
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:০৬ পিএম |

সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ে গবেষণা পরিচালনা এবং এ সম্পর্কে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রোগ্রামের ব্যবস্থাপনা ও সমন্বয় কমিটির সভা আজ (মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি) ইউজিসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এতে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও অর্থনীতি ইনস্টিটিউটের প্রফেসর ড. সৈয়দ আব্দুল হামিদ, ইউজিসি’র অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ রেজাউল করিম হাওলাদার, ইন্টারন্যাশনাল কোলাবরেশান বিভাগের পরিচালক মোছাঃ জেসমিন পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সৈয়দ তানভীর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. তৌহিদ হোসাইন খান, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস এর
মিডিয়া স্টাডিজ বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সরকার বারবাক কারমাল, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক শারমিন আহমেদ এবং ইউনিসেফ-এর প্রতিনিধি খন্দকার লুৎফুল খালেদসহ ইউজিসি’র সংশ্লিষ্ট
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর আনোয়ার হোসেন সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক প্রকল্প মূল্যায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে এবং নারী ও শিশুর অধিকার সুরক্ষিত হয় এমন প্রকল্প নির্বাচন করার পরামর্শ দেন। সভায় সামাজিক ও আচরণ পরিবর্তনে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচি, গবেষণা প্রকল্প আহ্বান এবং গবেষণা রিপোজেটরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

উল্লেখ্য, সামাজিক ও আচরণগত পরিবর্তনে ইউনিসেফ ও ইউজিসি’র একটি যৌথ অংশীদারত্ব কর্মসূচি চলমান রয়েছে। দেশের বিশ্ববিদ্যালয়সমূহে আচরণ বিজ্ঞান বিষয়ে গবেষণা পরিচালনাসহ সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে ফেলোশিপ, স্বল্প মেয়াদি কোর্স চালু, নীতিমালা ও পাঠ্যক্রম প্রণয়ন, প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন এ কর্মসূচির অন্তর্ভূক্ত রয়েছে। এছাড়া, এই কর্মসূচির অধীনে শিশু ও মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, সামাজিক সুরক্ষা নিশ্চিত বিষয়ক কার্যক্রমও এ কর্মসূচির অন্তর্ভূক্ত রয়েছে।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com