রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে পাকিস্তানের মন্ত্রীর সাক্ষাৎ      
ইসলামী ব্যাংকসমূহের সাথে আইডিবি’র টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:০৮ পিএম |

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) এর টেকনিক্যাল কো-অপারেশন প্রোগ্রাম এর আওতায় “ডায়াগনস্টিক মিশন অন ইসলামিক ব্যাংকিং ইন বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা ১১ ফ্রেব্রুয়ারি ২০২৫, সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাও হোটেলে অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি-এর ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. সিদ্দিকুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বক্তব্য রাখেন রিসার্চ ডিপার্টমেন্টের ডাইরেক্টর ড. মো. গোলজার নবী। অনুষ্ঠানে ‘এনালাইসিস অব ইসলামিক ব্যাংকিং, ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা উপস্থাপন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো.শামসুদ্দোহা। আইডিবি টিম এর পক্ষে বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর এডুকেশন ইন ইসলামিক ফাইন্যান্স এর বোর্ড অব ডাইরেক্টরস এর চেয়ারম্যান প্রফেসর এমিরেটাস ডেটো ড. মোহা. আজমী ওমর ও আইডিবি রিজিওনাল হাব (বাংলাদেশ ও মালদ্বীপ) এর প্রধান মোহাম্মদ নাসিস সোলায়মান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শাহজালাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. মোসলেহ উদ্দিন ও মিডল্যান্ড ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মো. আহসান-উজ-জামান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মোহাম্মদ আবু জাফর, এনসিসি ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এম শামসুল আরেফিন, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ফরমান আর. চৌধুরী, এক্সিম ব্যংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) এম. আখতার হুসাইন, সোস্যাল ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাজমুস সাদাত, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া ও গ্লোবাল ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) আতাউস সামাদ।
 
এছাড়াও বাংলাদেশ ব্যাংক ও আইডিবির প্রতিনিধিদলের সদস্যবৃন্দ, দেশের পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংকিং শাখা এবং ইসলামিক উইন্ডো পরিচালিত ব্যাংকের উর্ধ্বতন নির্বাহী, শরীআহ সেক্রেটারিয়েটের নির্বাহীবৃন্দ এবং ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ এর তত্ত্বাবধানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংক, ইসলামিক শাখা ও উইন্ডোধারী ব্যাংকসমুহের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com