শিরোনাম: |
তীব্রভাবে গাজায় আবারো যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
|
![]() এর আগে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসরাইলি পণবন্দীদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয় হামাস। এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, তিনি গাজার ভেতরে এবং আশপাশে ইসরাইলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে নেতানিয়াহু বাকি ৭৬ জন পণবন্দীর মুক্তি দাবি করছেন নাকি এই শনিবার মুক্তি পেতে যাওয়া তিনজনের মুক্তি দাবি করছেন তা স্পষ্ট নয়। এ বিষয়ে তিনি তার এক মন্ত্রীকে জানান, তিনি ‘সবাইকে’ বুঝিয়েছেন। এদিকে হামাস জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরাইল দায়ী। গোষ্ঠীটি ইসরাইলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে দেয়ার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। তবে ইসরাইল তা অস্বীকার করেছে। অন্যদিকে হামাসের এ সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শনিবারের মধ্যে ‘সকল পণবন্দীদের’ ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা হবে। এ সময় তিনি পণবন্দীদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দেন। মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার চার ঘন্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন।
|