রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না: ''স্বরাষ্ট্র সচিব''      সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      
তীব্রভাবে গাজায় আবারো যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২১ এএম |

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শনিবার দুপুরের মধ্যে পণবন্দীদের ফিরিয়ে না দিলে ইসরাইল গাজায় যুদ্ধবিরতি বাতিল করবে এবং আবারো তীব্র লড়াই শুরু করবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এর আগে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইসরাইলি পণবন্দীদের মুক্তি স্থগিত রাখার ঘোষণা দেয় হামাস। এর প্রতিক্রিয়ায়
নেতানিয়াহু বলেন, তিনি গাজার ভেতরে এবং আশপাশে ইসরাইলি বাহিনীকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছেন।

তবে নেতানিয়াহু বাকি ৭৬ জন পণবন্দীর মুক্তি দাবি করছেন নাকি এই শনিবার মুক্তি পেতে যাওয়া তিনজনের মুক্তি দাবি করছেন তা স্পষ্ট নয়। এ বিষয়ে তিনি তার এক মন্ত্রীকে জানান, তিনি ‘সবাইকে’ বুঝিয়েছেন।

এদিকে হামাস জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো জটিলতা বা বিলম্বের জন্য ইসরাইল দায়ী।

গোষ্ঠীটি ইসরাইলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মানবিক সাহায্য আটকে দেয়ার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে। তবে ইসরাইল তা অস্বীকার করেছে।

অন্যদিকে হামাসের এ সিদ্ধান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শনিবারের মধ্যে ‘সকল পণবন্দীদের’ ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি সম্পূর্ণভাবে বাতিল করা হবে। এ সময় তিনি পণবন্দীদের মুক্তি না দিলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে বলে হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভার চার ঘন্টার বৈঠকের পর নেতানিয়াহু একটি ভিডিও বার্তায় জানান, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবিকে স্বাগত জানিয়েছেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com