সোমবার ১৭ মার্চ ২০২৫ ৩ চৈত্র ১৪৩১
শিরোনাম: প্রবাসী বাংলাদেশিদের ভোট, 'ওআইসি প্রতিনিধিদের সহায়তা চাইল ইসি''      পুলিশকে অবহেলা করে দেশ গঠন করা যাবে না: ''প্রধান উপদেষ্টা''      ইয়াং জেনারেশন অসহিষ্ণু হয়ে উঠছে - মির্জা ফখরুল      ২০১৪ সালে আ.লীগ ও বিএনপি-জামায়াতের কী সমঝোতা হয়েছিল জানালেন সাবেক ''সেনাপ্রধান''      পত্রিকার পাতা খুললেই হতাশ হন মির্জা ''ফখরুল''      পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ''আজ''      পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ''প্রধান উপদেষ্টা''      
তারুণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপস, ওপেন ও বালিকা
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৫ এএম |

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে তারণ্যের উৎসব ২০২৫ অনুর্ধ্ব-৮,১০,১২,১৪,১৬ ও ১৮ দাবা চ্যাম্পিয়নশিপের ওপেন অনুর্ধ্ব-১৮ গ্রুপে ফিদে মাস্টার সাকলাইন মোস্তফঢা সাজিদ ও মোহাম্মদ শাকের উল্লাহ ৪ খেলায় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে ক্যান্ডিডেট মাস্টার মোঃ আজমাইন পারভেজ সায়র দ্বিতীয় স্থানে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৮ গ্রুপে ৪ খেলায় ৩ পয়েন্ট করে করে নিয়ে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১৬ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল ইসলাম ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৬ গ্রুপে সাড়ে তিন পয়েন্ট নিয়ে জান্নাতুল প্রীতি এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১৪ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে আয়ান রহমান ও মোঃ মাহবুবুল আলম নিহাল পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১৪ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে ৪ খেলায় পূর্ণ সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে সাফায়েত কিবরিয়া আজান ও অনিন্দ্য রিক দ্বিগবিজয় পয়েন্ট তালিকায় যুগ্মভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১২ গ্রুপে ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে সিদরাতুল মুনতাহা এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১০ গ্রুপে রায়ান রশিদ মুগ্ধ ৪ খেলায় পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ওয়ারিসা হায়দার এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-৮ গ্রুপে ৩ খেলায় পূর্ণ ৩ পয়েন্ট করে নিয়ে আজান মাহমুদ ও আইলান আফনান তাজওয়ার যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। বালিকা অনুর্ধ্ব-৮ গ্রুপে ২ পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ আলিসা হায়দার, খন্দকার মুখমাতুন মওলা, লাবিবা আলম ও এলিসা আমরোজ অনুভব। আগামীকাল (বুধবার) সকাল ১১-০০ (এগার) টা হতে বালিকা অনুর্ধ্ব-১৮ ও ওপেন অনর্ধ্ব-৮ ব্যাতিত অন্য সকল গ্রুপের পঞ্চম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com