রোববার ১৬ মার্চ ২০২৫ ২ চৈত্র ১৪৩১
শিরোনাম: স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না: ''স্বরাষ্ট্র সচিব''      সাত কলেজের সমন্বয়ে হচ্ছে ‘'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি''      হাইকোর্টের রায়ে সন্তুষ্ট - দ্রুত এ রায় কার্যকর দেখতে চাই, আবরারের বাবা      আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের ''যাবজ্জীবন''      ঢাকা ছেড়েছেন জাতিসংঘের ''মহাসচিব''      বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় ''হাইকোর্টের রায় আজ''      ৯০ দিনের মধ্যে আছিয়া হত্যার বিচারের রায় কার্যকর দেখতে চাই, ''জামায়াত আমির''      
শোক বার্তা, ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি
প্রকাশ: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৬ এএম |

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক ও ডিএসই ট্রেকহোল্ডার কোম্পানি সিকিউরিটিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস লাইলুন নাহার ইকরাম গতকাল ১১ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৯ ঘটিকায়, স্কয়ার হাসপাতাল, ঢাকায় চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর৷

তাঁর মৃত্যুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম পরিচালনা পর্যদের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন৷

১৪ নভেম্বর ১৯৯০ সালে আমিন মোঃ তৌফিকের শেয়ার হস্তান্তরের মাধ্যমে মিসেস লাইলুন নাহার ইকরাম ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন৷ পুঁজিবাজারে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মিসেস লাইলুন নাহার ইকরাম ইঞ্জিনিয়ার্স এন্ড কনসালটেন্ট বাংলাদেশ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক৷ তিনি ২০০৮ সালের মে মাস থেকে ২০১১ সালের মার্চ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন৷

১৯৯৭-১৯৯৮ সালের উইমেন্স এন্টারপ্রেনার্স এশিয়া অঞ্চলের পেশাগত ও ব্যবস্যার ক্ষেত্রে সফল মহিলাদের 'প্রিয়দর্শিনী' পুরস্কার লাভ করেন মিসেস লাইলুন নাহার ইকরাম৷ দি ফেডারেশন অব ইন্ডিয়া ১৪ নভেম্বর ১৯৯৮ সালে নয়া দিল্লির প্রগতি ময়দানে মহিলা উদ্যোক্তাদের এক আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বাণিজ্যমন্ত্রী শ্রী রামকৃষ্ণ হেগড়ে লাইলুন নাহার ইকরামকে এই পুরস্কার তুলে দেন৷

তিনি একজন খ্যাতনামা স্থপতি৷ তিনি নগর ভবন, আর্মি কেন্দ্রীয় মসজিদ, এলজিইডি ভবন সহ অনেক বিল্ডিংয়ের নকশাবিদ। তিনি এশিয়ান ডেভেলপমেন্ট টেকনোলজি সেন্টারের প্রেসিডেন্ট, মাইডাস ফিনান্স এন্ড ইনভেস্টমেন্ট লিঃ এর পরিচালক এবং ডিসিসিআই'র বিরাষ্ট্রিয়করণ, বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগ কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন৷

মরহুমার ১ম নামাজে জানাযা আজ বুধবার (ফেব্রুয়ারি ১২, ২০২৫) বাদ আসর তাকওয়া মসজিদ, রোড # ১২/এ, ধানমন্ডি, ঢাকায় এবং ২য় নামাজে জানাজা আগামীকাল বৃহস্পতিবার (ফেব্রুয়ারি ১৩, ২০২৫) বাদ জোহর গুলশান কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।






আরও খবর


সম্পাদক : এ এইচ এম তারেক চৌধুরী, সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০।
নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৬৭৭২১৯৮৮০।
e-mail: [email protected], web: 71sangbad.com